Sandeshkhali : সন্দেশখালি নিয়ে নুসরাতের বেফাঁস মন্তব্য! নাক কাটা গেল তৃণমূলের

সন্দেশখালি নিয়ে নুসরাতের ‘বেফাঁস’ মন্তব্যে চরম অস্বস্তিতে তৃণমূল

Nusrat Jahan on SandeshKhali : শাসকদলের বিরুদ্ধে ফুঁসছে সন্দেশখালির গ্রামের পর গ্রাম। অথচ সেই দলেরই তারকা সাংসদ যিনি বর্তমানে বসিরহাটের ভারপ্রাপ্ত তার কোনও হেলদোল নেই। এমনই অভিযোগ উঠছে বসিরহাট কেন্দ্রের তারকা তৃণমূল সাংসদ নুসরাত জাহানের (Nusrat Jahan) বিরুদ্ধে। সন্দেশখালি জ্বলছে, আর তারকা বিধায়ক রয়েছেন নিজের ছন্দে। নুসরাতের বিরুদ্ধে এমনই সব অভিযোগ তুলেছেন নেটিজেনরা। পাল্টা দিতে গিয়ে আরও বিতর্ক উসকে দিলেন নুসরাত।

সন্দেশখালিতে জমি, ভেড়ির দখল হচ্ছে, চলছে নারী নির্যাতন! আর তারকা বিধায়ক কিনা ইনস্টাগ্রাম রিলস বানাচ্ছেন, ভ্যালেন্টাইন সপ্তাহ পালন করছেন! সোশ্যাল মিডিয়াতে একের পর এক এমন সমালোচনামূলক মন্তব্য দেখে শেষমেষ মুখ খুলতে বাধ্য হন নুসরাত। তার দাবি সন্দেশখালিতে ‘১৭৪ ধারা’ চলছে। তাই তিনি সেখানে যাচ্ছেন না!

NUSRAT JAHAN

সন্দেশখালি প্রসঙ্গে কী বলেছেন নুসরাত জাহান?

নুসরাত সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, “আমি কিন্তু এখনও পর্যন্ত দলের নির্দেশ মেনে চলি। আমার মনে হয় একটা সিচুয়েশন সন্দেশখালিতে তৈরি হয়েছে। রাজ্য প্রশাসন কিন্তু প্রত্যেক দিনই স্থানীয়দের সাহায্য পাঠাচ্ছে। যা যা করার তা করা হচ্ছে। আমি নিজে সেখানকার প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। যার যার সাথে যোগাযোগ রাখার কথা নিয়মিতভাবে সেটা আমি করছি।”

তিনি আরও বলেন, “আমার সন্দেশখালি যাওয়া বা না যাওয়া নিয়ে প্রশ্ন উঠছে কেন জানি না। মানুষকে আমি হতাশ না করে বলতে চাই ওখানে একটা সিচুয়েশন চলছে। ১৭৪-এর যে সিচুয়েশনটা আছে, সেখানে আমি যদি যাই সেখানে আমি আরও পাঁচজনকে তো নিয়ে যাব সঙ্গে করে। সেটা আইনের বিরুদ্ধ হয়। আর আমি অবশ্যই এমন কিছু করব না যা আইন-কানুনের বিরুদ্ধাচারণ হবে। মনে রাখবেন আমরা আইনের উর্ধ্বে নই। সবসময় এটা মনে রাখতে হবে এবং আমাদের সিস্টেমের উপর এবং প্রশাসনের উপর একটু ভরসা রাখতে হবে। মানুষ অবশ্যই বিচার পাবে।”

 

View this post on Instagram

 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

নুসরাতের মন্তব্যে নেটদুনিয়ায় উত্তেজনা তুঙ্গে

ব্যস, আর যায় কোথায়! নুসরাতের মন্তব্যে ১৪৪ ধারার জায়গায় ‘১৭৪ ধারা’ শুনে নেটদুনিয়ার উত্তেজনা আরও বেড়েছে। তার পোস্টে কেউ মন্তব্য করছেন, “সন্দেশখালি গেলেন? কী বলেছেন ১৭৪ ধারা চলছে? ওটা কোন দেশের সংবিধানের নিয়ম অনুযায়ী?” কেউ তার ছবির নিচে লিখছেন, “সন্দেশখালি জ্বলছে। আর আপনি সেখানে না গিয়ে এইসব পোস্ট করছেন।” কেউ কেউ আবার “বাংলার কলঙ্ক” লিখছেন নুসরাতকে উদ্দেশ্য করে।

আরও পড়ুন : ‘লজ্জা লাগা উচিত, শিশুদের গালাগালি শেখাচ্ছেন!’ নুসরাত জাহানকে ছিঃ ছিঃ করছেন নেটিজেনরা

NUSRAT JAHAN

আরও পড়ুন : উত্তম কুমারের এই সিনেমার শুটিং হয়েছিল সন্দেশখালিতেই, এই গ্রামই আজ শিরোনামে

শেষমেষ সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী লিখতে বাধ্য হন, ‘‘এই ধরনের অভিযোগ হৃদয় বিদারক। একজন নারী হিসাবে, একজন জনপ্রতিনিধি হিসাবে আমি সবসময় আমার দলের কথা মেনে মানুষের পাশে থেকেছি। সন্দেশখালি নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই যা সহযোগিতা করার, যা পদক্ষেপ করার করেছেন। আমি আমার কেন্দ্রের মানুষের জন্য যা করার সবটা করেছি।” যদিও তার এই উত্তরে সন্তুষ্ট নয় নেটপাড়া।