বিয়ের ১ বছর যেতে না যেতেই ডিভোর্স, কেন ভাঙছে নীল-তৃণার সম্পর্ক? সত্যিটা জানালেন তৃণা

বিয়ের ১ বছরেই ডিভোর্স! কেন ভাঙছে নীল-তৃণার সংসার? সত্যিটা জানিয়ে মুখ খুললেন তৃণা

Trina Saha Opens Up About Her Divorce Rumors With Neel Bhattacharya

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে জনপ্রিয় জুটিকে নিয়ে জোর চর্চা চলছে। অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha) এবং অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya), দুজনেই বাংলা সিরিয়ালের পরিচিত মুখ। ২ বছর আগে মহা ধুমধাম করে তাদের চার হাত এক হয়। নীল এবং তৃণার মধ্যে প্রেম ও বিয়ে মিলিয়ে প্রায় ১১ বছরের সম্পর্ক। তবে শোনা যাচ্ছে সেই সম্পর্ক নাকি এখন ভাঙ্গনের পর্যায়ে এসে পৌঁছেছে।

বিনোদনের দুনিয়াতে তারকাদের মধ্যে সম্পর্ক ভাঙ্গা-গড়ার খেলা লেগেই আছে। কিন্তু নীল এবং তৃণার সম্পর্কে এমন খবর শুনে কিছুটা অবাক হয়েছিলেন ভক্তরা। কারণ ইন্ডাস্ট্রিতে তারা ‘পাওয়ার কাপল’ নামে পরিচিত। এদিকে সোশ্যাল মিডিয়াতে তাদের একসঙ্গে এখন আর পাওয়াই যায় না। দুজনেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে দারুণ একটিভ থাকেন। কিন্তু সদ্য তৃণার জন্মদিন গিয়েছে, নীল স্ত্রীর জন্য কোনওরকম শুভেচ্ছা বার্তা জানাননি বলে তাদের নিয়ে গুঞ্জন চরমে পৌঁছেছে।

NEEL AND TRINA SAHA

তৃণা বর্তমানে তার আসন্ন সিরিয়াল ‘বালিঝড়ে’র শুটিং নিয়ে ব্যস্ত। সেখানেই তার জন্মদিনের উদযাপন হয়। নীলকে সেখানেও দেখা যায়নি। সেই সঙ্গে তৃণাকেও কিছুটা মন মরা লেগেছে নেটিজেনদের। এই প্রসঙ্গে নীলকে প্রশ্ন করা হলে তিনি বলেন তৃণা অসুস্থ। তাই তাকে এমন রুগ্ন দেখাচ্ছে। এদিকে অসুস্থ স্ত্রীকে ফেলে রেখে একা একাই ‘পাঠান’ দেখতে চলে গিয়েছিলেন নীল। তাই দুইয়ে দুইয়ে চার করে নিচ্ছেন নেটিজেনরা।

অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন খোদ অভিনেত্রী। নীলের পর তিনি জানালেন আসল সত্যিটা। সত্যিই কি নীল এবং তৃণার সংসারে ভাঙন ধরছে? এই সময় ডিজিটালের এই প্রশ্নের জবাবে অভিনেত্রী পরিষ্কার বলে দিয়েছেন তাদের সম্পর্কে যে খবর রটেছে তার সবটাই ভুয়ো। তৃণা জানিয়েছেন, “আজকাল সবকিছুই সোশ্যাল মিডিয়া ভিত্তিক হয়ে গিয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপ চ্যাটের বাইরে কিছুই বুঝছে না লোকজন।”

অভিনেত্রী আরও বলেছেন এই কারণেই এত সমস্যা দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়ার বাইরেও যে একটা জীবন রয়েছে সেটা কেউ মানতে চাইছেন না। সোশ্যাল মিডিয়াতে নীল এবং তৃণাকে একসঙ্গে দেখা যায় না। সেই কারণেই একদল মানুষ ধরে নিয়েছেন তাদের মধ্যে নাকি সম্পর্ক নেই। তাদের নিয়ে এমনই রটনা রটে গিয়েছে। এমনকি কিছুদিন আগে রটানো হয়েছিল তাদের নাকি ডিভোর্স হয়ে গিয়েছে।

অভিনেত্রী বলেছেন তিনি আগে এসব নিয়ে ভাবনা চিন্তা করতেন। কিন্তু এখন আর এসব নিয়ে ভাবেন না। তাই মনে হয় সোশ্যাল মিডিয়াতে এসব আলোচনা হতেই থাকবে। তাই এসব নিয়ে না ভেবে তারা তাদের মত করে ভাল আছেন বলেই জানিয়েছেন বাংলা সিরিয়ালের এই অভিনেত্রী। সেই সঙ্গে এখন কাজ নিয়ে চূড়ান্ত ব্যস্ত রয়েছেন দুজনেই। দুজনেরই হাতে এখন রয়েছে দুটি বাংলা মেগা সিরিয়াল।