দর্শকদের বিচারে সেরা, ২০২৩-এর এই ৫ টি বলিউড সিনেমা না দেখলেই মিস

হরর-সাসপেন্স থেকে, রোম্যান্স-কমেডি, ২০২৩-এর সেরা ৫ হিন্দি ছবি না দেখলেই মিস

Riya Chatterjee

Updated on:

Top 5 Bollywood Movies In 2023 : বর্তমানে ভারতবর্ষে দক্ষিণী ছবির বাজার বেশ ভাল। তুলনায় কিছুটা হলেও পিছিয়ে পড়েছে বলিউড (Bollywood)। তবে বলিউডের সব ছবিই খারাপ, দর্শকরা যে দেখতে চাইছেন না হিন্দি ছবি তেমন কিন্তু নয়। কারণ ২০২৩ সালে মুক্তি পাওয়া এই পাঁচটি হিন্দি সিনেমার ব্যাপক বক্স অফিস কালেকশনের রেকর্ড রয়েছে। এক নজরে দেখে নিন এই তালিকায় রয়েছে কোন কোন সিনেমা।

১৯২০ : হরর্স অফ দা হার্ট (1920: Horrors of the Heart) : ১৯২০ হরর ফ্রাঞ্চাইজির ছবিগুলো কার্যত বক্স অফিসকে নিরাশ করেনি। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটিও বেশ ভালই ব্যবসা করেছে। বাজেটের দ্বিগুণ পরিমাণ অর্থ তুলতে সমর্থ হয়েছে এই হিন্দি ছবি। ১০ কোটি টাকা বাজেটের ছবি ২০ কোটি টাকার ব্যবসা করেছে।

THE KERALA STORY

দ্য কেরালা স্টোরি (The Kerala Story) : মুক্তির আগে প্রবল বিতর্কের সম্মুখীন হয়েছিল দ্য কেরালা স্টোরি। দেশের বিভিন্ন প্রান্তে বয়কটের ডাক উঠেছিল এই ছবিটিকে। এমনকি বাংলাতেও ছবি মুক্তিকে কেন্দ্র করে অনেক রাজনৈতিক জলঘোলা চলেছে। তবুও ১৫ কোটি বাজেটের ছবিটি ৩০০ কোটি টাকার কাছাকাছি ব্যবসা করে।

জারা হাটকে জারা বাচকে (Zara Hatke Zara Bachke) : রোমান্স এবং কমেডি নির্ভর এই ছবিটিরও ব্যাপক বক্স অফিস কালেকশন হয়েছে। ৪০ কোটি টাকা বাজেটের ছবিটি মুক্তির প্রথম দিনেই ১২ কোটি টাকা তুলে ফেলে। ভিকি কৌশল এবং সারা আলি খানের এই ছবি এপর্যন্ত ৭৬ কোটি টাকা তুলতে পেরেছে।

Tu Jhoothi Main Makkaar

তু ঝুটি ম্যায় মক্কার (Tu Jhoothi Main Makkaar) : রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবিটিও বক্স অফিসে ভাল কালেকশন করেছে। রণবীর এবং শ্রদ্ধার জুটিটা খুবই পছন্দ করেছেন দর্শকরা। ২২০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।

Pathaan

আরো পড়ুন : ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র থেকে কত টাকা পারিশ্রমিক পেলেন আলিয়া, রণবীররা?

পাঠান (Pathaan) : ২০২৩ সালের বক্স অফিস কালেকশনের নিরিখে যদি হিন্দি ছবির বাজার দেখতে হয় তাহলে সবার আগে ‘পাঠান’-র নাম উঠে আসবে। শাহরুখ খানের ৪ বছর পরের কামব্যাক সফল হয়েছে। ছবিটি হাজার কোটি টাকার ব্যবসা করতে পেরেছে বলিউডের এই মন্দার বাজারেও।

আরো পড়ুন : ১ মিনিট মুখ দেখালেই এক কোটি! বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খলনায়ক কে জানেন?