আমির খানকে সুপারস্টার বানিয়েছে এই ৫টি সিনেমা, ছেপেছেন কোটি কোটি টাকা

এই ৫ টি সিনেমার জন্যই আজও বলিউডে বসে বসে খাচ্ছেন আমির খান

Here's How Amir Khan`s 'Lagaan' Actress Gracy Singh Look Like Now

বিগত ৩০ বছর ধরে সালমান খান এবং শাহরুখ খানেদের টেক্কা দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা ধরে রেখেছেন আমির খান (Aamir Khan)। বিগত ৩০ বছরে ব্যাক-টু-ব্যাক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। কিন্তু তার কেরিয়ার গ্রাফ লক্ষ্য করলে দেখা যায় আমির খান বিগত বছরগুলোতে ৫টি ব্লকবাস্টার (5 Blockbuster Movie Of Aamir Khan) ছবি উপহার দিয়েছেন যা তাকে রাতারাতি সুপারস্টার করে দিয়েছে। এই তালিকায় রয়েছে কোন কোন ছবি? দেখে নিন এক নজরে।

dangal-poster-4

দঙ্গল (Dangal) : ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে কুস্তিগীর মহাবীর সিংহ ফোগটের চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান। আমির খান তার বিভিন্ন ছবিতে লুকস নিয়ে নানা এক্সপেরিমেন্ট করেছেন। দঙ্গল ছবিতে তার লুকস বেশ প্রশংসিত হয়েছিল। ছবির জন্য নিজের ওজন বেশ খানিকটা বাড়িয়েও নিয়েছিলেন তিনি।

LAGAN

লাগান (Lagaan) : আমিরের কেরিয়ারের শুরুতে এই ছবিটি বলিউডে তাকে সুপারস্টার হওয়ার দিকে এগিয়ে যেতে সাহায্য করেছিল। লাগান ছবিতে ভুবন চরিত্রে আমিরের অভিনয় আন্তর্জাতিক মহলেও প্রশংসা পেয়েছে। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি “অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ফর বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ” এর জন্য মনোনয়ন পেয়েছিল।

TAARE JAMEEN PAR

তারে জমিন পর (Taare Jameen Par) : আমির খানের কেরিয়ারের অন্যতম সেরা চলচ্চিত্র এটি। আমির খানের বেশিরভাগ ছবিতে থাকে সামাজিক বার্তা। এই ছবিতে ডিসলেক্সিয়ায় আক্রান্ত একটি বাচ্চার গল্প তুলে ধরা হয় যা দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। এই ছবিটি পেয়েছিল জাতীয় পুরস্কার। এই ছবির মাধ্যমে ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’-এ ভারতের আনুষ্ঠানিক প্রবেশ ঘটেছে।

3-idiots-hd-poster

৩ ইডিয়টস (3 Idiots) : আমির খান, আর মাধবন, শরমন যোশী অভিনীত এই ছবিটি সমাজের প্রচলিত শিক্ষা ব্যবস্থার দিকে আঙুল তুলেছে। এই মুহূর্তে বলিউডের সর্বাধিক জনপ্রিয় ছবির তালিকায় রয়েছে এই ছবিটি। এই ছবিটি মুক্তি পাওয়ার পর আমিরের কেরিয়ারের মোড় ঘুরে যায়।

GAJHINI

গজনি (Gajhini) : ছবিটি দক্ষিণী ছবির রিমেক হলেও দারুণ ব্যবসা করেছিল বলিউডে। ছবি চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য সিক্স প্যাক অ্যাবস বানিয়েছিলেন তিনি। ছোট ছোট করে চুল ছেঁটে সর্বাঙ্গে ট্যাটু করিয়ে দর্শকদের অবাক করে দিয়েছিলেন আমির। বক্স অফিস কালেকশনের নিরিখে যেমন রেকর্ড করেছিল ছবিটি, তেমনই দর্শকদের থেকে আমির পেয়েছিলেন অনেক ভালোবাসা।