‘বাংলা সিনেমার মাথামুণ্ডু নেই’, নাম না করেই দেব, জিতকে ধুয়ে দিলেন কুমার শানু

ইদানিং হিন্দি-বাংলা চ্যানেল মিলিয়ে মিশিয়ে নাচ, গান, অভিনয়, জাদু, কমেডি ইত্যাদি বিষয় নিয়ে রিয়েলিটি শো চলছে রমরমিয়ে। কোনও কোনও ক্ষেত্রে এই রিয়েলিটি শো (Reality Show) গুলির টিআরপি ধারাবাহিকে টিআরপিকেও ছাপিয়ে যায়। বর্তমানে রিয়েলিটি শোগুলিকে আরও আকর্ষণীয় করে তুলতে নির্মাতারাও বিশেষ ধ্যান দিচ্ছে। যদিও মাঝেমধ্যেই রিয়েলিটি শোয়ের রিয়েলিটি বা বাস্তবতা নিয়ে দর্শকদের মনে নানা প্রশ্ন জাগে।

এর আগে রিয়েলিটি শো প্রসঙ্গে বহু বিচারক, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বহু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন। এবার এই বিষয়ে মুখ খুললেন কুমার শানু (Kumar Shanu)। প্রখ্যাত সংগীত শিল্পী হওয়ার কারণে বাংলা এবং হিন্দি টেলিভিশনের রিয়েলিটি শোগুলি থেকে মাঝেমধ্যেই ডাক পান তিনি। তাই বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বেশ ওয়াকিবহল। বর্তমান যুগের রিয়েলিটি-শো, বলিউড এবং বাংলা ছবি নিয়ে tv9 বাংলার কাছে নিজের মতামত তুলে ধরেছেন কুমার শানু।

কুমার শানু বলেছেন, “আমরা যখন গেয়েছি তখন আমাদের মধ্যে কম্পিউটেশন ছিল, কম্পিটিশন খুব ভালো কিন্তু বর্তমানে রিয়েলিটি শোয়ে কম্পিটিশন নেই‌। এখনকার কম্পিটিশনটা হলো কে কার রেশন তুলে দিলো, কে কার বাজার করে দিলো, কে কাকে দামি গিফট দিলো এইটা। এখানে কোনো কম্পিটিশন নেই এখানে গিফটের মাধ্যমে চলছে ব্যাপারটা।” বাংলা ছবি নিয়েও তিনি বেশ আশাহত। বাংলা ছবি প্রসঙ্গে তিনি বলেছেন, “এই মুহূর্তে বাংলা ছবি দেখি না, আগে অনেক দেখেছি। কারণ বর্তমানে সিনেমার কোন মাথামুণ্ডু থাকে না।”

বলিউডের বিরুদ্ধেও বিস্ফোরক তথ্য তুলে ধরেছেন তিনি। তার কথায়, “বলিউডে প্রচন্ড লবিবাজি আছে, তবে ট্যালেন্টকে আটকানো যায় না। এখনো আমি সেখানে গাইছি তার কারণ ১০০টার মধ্যে যদি একটা আমার টাইপের গান হয় সেটা আমাকে ছাড়া চলবে না আমাকে দিয়েই গাইতে হবে।” কুমার শানু মনে করেন, “মিউজিক খালি নাচলেই হয় না। মিউজিক হচ্ছে সুকুন, থেরাপি। মিউজিক হচ্ছে মনে রাখার জিনিস, মিউজিক হচ্ছে হিস্ট্রি যা মনে গেঁথে থাকবে। এই সময়কার গানে এমন কিছু থাকে না যা সারা জীবন মানুষের মনে রয়ে যাবে।”

উল্লেখ্য, কল্যান সরকার পরিচালিত ‘টাকার রং কালো’ ছবিতে গান গেয়েছেন কুমার শানু। সেই প্রসঙ্গে তিনি তার সাক্ষাৎকারে বলেছেন, “অনেকদিন পর বাংলা ছবিতে এত মেলোডিয়াস একটা কাজ করলাম। সঙ্গীত পরিচালক অশোক ভদ্র যে সুর এই ছবির গানে ব্যবহার করেছেন তা সকলের মন ছুঁয়ে যাবে। গান জুড়ে সহজ সুরের মায়া সেটা আমায় সব সময় আকর্ষণ করে। আমার সকলের কাছে অনুরোধ আপনারা এই ছবি অবশ্যই দেখুন। কল্যান সরকার একটা দুর্দান্ত ছবি তৈরি করেছেন। বাংলা ছবি বর্তমানে সংকটে, বাংলা ছবির পাশে থাকুন।”