তৃণা সাহা (Trina Saha) এবং সোহিনী সরকার (Sohini Sarkar) -র ঝগড়া-ঝামেলা নিয়ে এখনও তোলপাড় টলিউড ইন্ডাস্ট্রি। ক্যামেলিয়া প্রোডাকশনের ‘মাতঙ্গী’ (Matangi) ওয়েব সিরিজের শুটিং সেটে সোহিনী সরকারকে অতিরিক্ত সুযোগ-সুবিধা দেওয়ার অভিযোগ তোলেন তৃণা। এমনকি শুটিং ফ্লোর ছেড়ে চলে যান তিনি। পরে তাকে সরিয়ে সেই জায়গাতে নতুন নায়িকাকে নেওয়া হয় প্রোডাকশনের তরফ থেকে। তবে বিতর্ক কিন্তু এখানেই থেমে নেই।
সম্প্রতি তৃণা সাহাকে নিয়ে এক নতুন আপডেট মিলেছে। স্টুডিওপাড়াতে গুঞ্জন, তৃণাকে নাকি নতুন করে কাজ দেওয়ার আগে একাধিকবার ভাবছেন টলিউডের প্রযোজক, পরিচালকরা। কারণ শুধু ‘মাতঙ্গী’র সেটেই নয়, এর আগে তৃণা ‘গভীর জলের মাছ’ সিরিজে অভিনয় করার সময়ও নাকি বড় ঝামেলা বাঁধিয়েছিলেন। ওই সময় তার ব্যবহারে বেশ ক্ষুব্ধ হয়েছিলেন সেটের অন্যান্য কলাকুশলীরা। বারবার এমন ঘটনা তৃণার কেরিয়ারের জন্য মোটেই ভাল নয়।
আনন্দবাজার অনলাইনের দাবি, নাম প্রকাশে অনিচ্ছুক এক মেকআপ আর্টিস্ট তৃণার দুর্ব্যবহারের দিকে ইঙ্গিত করেছেন। তার কথায়, “ইদানিং সত্যিই তৃণার ব্যবহারে পরিবর্তন এসেছে। ঠিকভাবে কথা বলেন না তিনি। অহেতুক বায়না সহ্য করতে হয় অনেক সময়।” এদিকে আবার সোহিনী সরকারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে কার্যত তৃণার ভাবমূর্তি আরও নষ্ট হচ্ছে, এমনটাই বলছেন স্টুডিওপাড়ার একাংশ।
মাতঙ্গী শুটিং সেটে সোহিনী সরকারকে সিনিয়র অভিনেত্রী হিসেবে অতিরিক্ত কিছু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছিল। এটা তৃণার ভালো লাগেনি। শুটিংয়ের মাঝেই তিনি এই নিয়ে ঝামেলা বাঁধিয়ে দেন। এরপর সোহিনী তৃণার নাম না নিয়ে আর্টিস্ট ফোরামের গ্রুপে মেসেজ মারফত ঘটনাটি জানান। এতে অপমানিত বোধ করে তৃণা শুটিং ছেড়ে চলে যান। পরে অবশ্য তিনি ক্ষমাও চেয়ে নিয়েছিলেন তার দুর্ব্যবহারের জন্য।
সোহিনীর সঙ্গে ঝামেলার কারণে তৃণাকে ‘মাতঙ্গী’ সেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে অনেক আগেই। এখন নাকি তার হাতে আগামী দিনেও বেশ কিছু প্রজেক্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে ‘গভীর জলের মাছ ২’। এই সিরিজের দ্বিতীয় সিজনে তৃণা আদেও থাকবেন কিনা সেই নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। নির্মাতারা নাকি নতুন সিজন আনার কথা ভাবছেন বলে শোনা যাচ্ছে। তবে দ্বিতীয় সিজনে তৃণা নাও থাকতে পারেন।
আরো পড়ুন : কাজ দেয় না টলিউড, দুবেলা খাবার জোটেনি! অভিনয় ছেড়ে এখন কী করছেন মাস্টার রিন্টু?
এই প্রসঙ্গে সিরিজের চিত্রনাট্যকার সাহানা দে আনন্দবাজারকে বলেছেন, “আমি তো এমন কোনও সমস্যার মুখোমুখি হইনি। আমার সঙ্গে যেহেতু কখনও এমন কিছু ঘটেনি তাই কিছু বলতে পারব না।” সেই সঙ্গে তিনি জানিয়েছেন গভীর জলের মাছ ২ শুটিংয়ে এখনও অনেক দেরি। তাই সেখানে তৃণা থাকবেন কিনা তা তার পক্ষে বলা সম্ভব নয়। তবে গল্পের প্রয়োজনে যেমনটা দরকার হবে তেমনটাই হবে বলে জানিয়েছেন লেখিকা।
আরো পড়ুন : টলিউড দেয়নি যোগ্য সম্মান, ‘বলিউডে যা পেয়েছি, টলিউডে পাইনি’ : টোটা রায়চৌধুরী