টলিউড দেয়নি যোগ্য সম্মান, ‘বলিউডে যা পেয়েছি, টলিউডে পাইনি’ : টোটা রায়চৌধুরী

বলিউডে গিয়ে প্রথম সুযোগেই ছক্কা হাঁকালেন টোটা রায়চৌধুরী, করণ জোহরের প্রশংসায় পঞ্চমুখ টোটা

Tota Roy Chowdhury On Rocky Aur Rani Ki Prem Kahani : বাঙালিরা এখন রাজত্ব করছেন বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে। একসময় টলিউড (Tollywood) যাদের কোণঠাসা করে ফেলেছিল, আজ জাতীয় সিনেমা কাঁপিয়ে বেড়াচ্ছেন তারাই। তেমনই একজন অভিনেতা হলেন টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury)। যিনি সম্প্রতি করণ জোহরের ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ (Rocky Aur Rani Ki Prem Kahani) ছবির চন্দন চ্যাটার্জী চরিত্রটির জন্য চর্চায় রয়েছেন। শুধু অভিনয় নয়, টোটার নাচ প্যান ইন্ডিয়া দর্শকদের অভিভূত করে দিয়েছে।

সম্প্রতি হিন্দুস্তান টাইমস বাংলার কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে করণ জোহর (Karan Johar), রণবীর সিং (Ranveer Singh), আলিয়া ভাট (Alia Bhatt) এবং মহেশ ভাট (Mahesh Bhatt) -কে দরাজ সার্টিফিকেট দিলেন টোটা। তার কথায়, করণের সঙ্গে কাজ করে তার কখনও মনে হয়নি এই মানুষটা নেপোটিজম করছে। কারণ তার তো হিন্দি জগতের সঙ্গে কোনও যোগাযোগ নেই। তাছাড়া তিনি বলিউডে যে সম্মান ও ভালবাসা পেয়েছেন, সেটা কখনও টলিউড পরিচালকদের থেকে পাননি।

Rocky Aur Rani Ki Prem Kahani

টোটার কথায়, “কীসের স্বজনপোষণ! যাঁরা হিংসুটে তাঁরাই সারাজীবন এসব বলবেন। আর একটা কথা, দর্শকের পকেট থেকে কেউ টাকা ছিনিয়ে নিচ্ছেন না। দর্শক ছবি ভালো লাগলে তবেই দেখতে যান, কেউ হাত ধরে হলে নিয়ে যান না। তাই এই যুক্তিটা হাস্যকর। কারণ, ছবি ভালো না লাগলে মানুষ এখন এমনই রিজেক্ট করেন। আসলে দূর থেকে এই মানুষগুলোকে সকলে দেখেন তো, কাছ থেকে চিনলে এই অভিযোগ আসবে না।”

এছাড়া তার অভিনয় দেখার পর মহেশ ভাট তাকে ফোন করে বলেন, “আমার কথাগুলো মনে রেখো। আমাদের সবসময় তো সমান সময় চলে না, কখনও ভালো, কখনও খারাপ যায়। যখন খারাপ সময়ও চলবে তখনও মনে রেখো তুমি ভালো অভিনেতা। শত্রুরা হয়ত চেষ্টা করবে মন থেকে এটা মুছে দেওয়ার, তবে আত্মবিশ্বাস হারিয়ে ফেলো না। কখনও আত্মবিশ্বাসে ঘাটতি হলে আমার কথা মনে করবে।”

Rocky Aur Rani Ki Prem Kahani

আলিয়াকে দেখে, তার সঙ্গে কাজ করে টোটার খুব অন্তর্মুখী কিন্তু মিষ্টি মেয়ে বলে মনে হয়েছে। আর রণবীর তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সবসময় শুটিং সেট মাতিয়েই রাখতেন। করণ জোহর শুধু অভিনেতা-অভিনেত্রীদের নয়, হেয়ার ড্রেসার, মেকআপ ম্যান, থেকে শুরু করে ক্যামেরাম্যান সকলেরই খুব যত্ন নিতেন। তাই বলিউড ইন্ডাস্ট্রিতে প্রথম কাজটি করে টলিউডে না পাওয়ার যন্ত্রণা মুছে গিয়েছে টোটার।

Rocky Aur Rani Ki Prem Kahani

আরও পড়ুন : কিছুতেই ক্ষমা করবেন না ‘ঠকবাজ’ পাকিস্তানি স্বামীকে! চরম পদক্ষেপ নিয়ে ফেললেন সানিয়া মির্জা

টোটা লক্ষ্য করেছেন বলিউড ইন্ডাস্ট্রিতে তারকারা অভিনয়টাকে ঈশ্বরের মত করে পূজা করেন। শাবানা আজমি থেকে শুরু করে ধর্মেন্দ্র, জয়া ভাদুড়ী, আলিয়া-রণবীর, এত বড় মাপের তারকা হওয়া সত্ত্বেও তারা তাদের সেই ইমেজটাকে সেটের বাইরেই রেখে আসেন। আগামী দিনে টোটার হতে বলিউডের আরও ভাল কিছু কাজের সুযোগ আছে। সেই সঙ্গে বাংলাতেও সমানভাবে কাজ করে যেতে চান তিনি।

আরও পড়ুন : হাতে সবসময় ২টো ঘড়ি কেন পরে থাকেন অমিতাভ বচ্চন? আসল কারণটা চমকে দেবে