পর্দায় ফিরছেন সবার প্রিয় মোহর, ভক্তদের জন্য বিশেষ বার্তা দিলেন সোনামণি সাহা

চার মাস আগেই স্টার জলসাতে (Star Jalsha) শেষ হয়ে গিয়েছে ‘মোহর’ (Mohor) ধারাবাহিকটি। তারপর থেকেই এই ধারাবাহিকের নায়িকা সোনামণি সাহার (Sonamoni Saha) আর কোনও পাত্তা নেই। সোশ্যাল মিডিয়াতেও তেমন একটা দেখা মেলে না তার। কাজেই ভক্তরা সোনামণির অপেক্ষায় অধীর আগ্রহে দিন গুনছেন। আবার কবে ধারাবাহিকে অভিনয় করবেন সোনামণি? এই প্রশ্ন আপাতত ঘুরছে বাংলা সিরিয়ালের দর্শকদের মনে।

তবে এবার দর্শকদের অপেক্ষার অবসান হওয়ার পালা। কারণ অভিনেত্রী নিজেই জানিয়ে দিলেন খুব তাড়াতাড়িই তিনি আবার পর্দায় ফিরছেন। তবে ধারাবাহিকের পর্দায় নয়, মোহরের খোলস ছেড়ে বেরোতে আলাদা প্ল্যাটফর্ম বেছে নিয়েছেন তিনি। শীঘ্রই মুক্তি পাবে তার নতুন এবং প্রথম ওয়েব সিরিজ ‘বেঙ্গল বিমা কোম্পানি’। একেবারেই ভিন্ন স্বাদের এই ওয়েব সিরিজে কাজ করতে পেরে দারুণ খুশি অভিনেত্রী।

অভিরুপ ঘোষের ‘বেঙ্গল বিমা কোম্পানি’র শুটিং শেষ হয়ে গিয়েছে। এখন শুধু এই সিরিজ মুক্তি পাওয়ার পালা। অভিনেত্রী জানিয়েছেন, “ওয়েব সিরিজ নিয়ে যে চিরাচরিত ধারনা থেকে গিয়েছে, এ বার তা বদলাবে। গল্পটা এতটাই ভালো যে আমি নিজেকে আর আটকাতে পারিনি। মনে হয়েছিল, চরিত্রটা আমারই করা উচিত। এ রকম দৃঢ় স্বভাবের চরিত্র করার সুযোগ ছাড়তে চাইনি”।

অর্থাৎ খুব তাড়াতাড়িই এবার সোনামণিকে দেখার ইচ্ছেপূরণ হতে চলেছে ভক্তদের। যদিও মাঝেমধ্যে অবশ্য ইনস্টাগ্রামে তার দেখা ফেলে। আসলে নিজের সমসাময়িক অন্যান্য তারকাদের মতো সোনামণি খুব একটা সোশ্যাল মিডিয়াপ্রেমী নন। সোশ্যাল মিডিয়ার সঙ্গে তিনি কিছুটা ব্যবধানে রেখেই চলেন। তিনি মনে করেন, “শিল্পী হিসেবে আমাকে দর্শকের চাহিদা বুঝতে হবে। আমি যদি প্রত্যেক দিনই বিভিন্ন লুকে নিজের ছবি দিতে থাকি, তা হলে আমাকে দেখার উৎসাহটা কি একই রকম থাকবে?”

সোনামণি কেবল তার নিজের কাজ সাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন। তার কথায়, “আমার জরুরি কাজগুলির কথা কিন্তু আমি নানা ভাবে মানুষের কাছে পৌঁছে দিই। কিন্তু আমি যদি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিই বা নাচগান করে দেখাই, তা হলে মানুষ আমাকে দেখার জন্য টেলিভিশন কেন খুলবেন!” আর দর্শকদের জন্য সুখবর দিয়ে তিনি জানিয়েছেন সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই মাসেই নতুন ওয়েব সিরিজে সোনামণিকে আবার দেখার সুযোগ পাবেন তারা। ততদিন পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।