বেসুরো গান গাওয়ায় কুরুচিকর মন্তব্য, পাল্টা মন্তব্যে নিন্দুকদেরই ধুয়ে দিলেন জোজো

বাংলা প্রখ্যাত গায়িকাদের মধ্যে জোজোর (Jojo Mukherjee) নাম অন্যতম উল্লেখযোগ্য। বর্তমানে তিনি রয়েছেন জি বাংলার (Zee Bangla) নতুন গানের রিয়েলিটি শো সারেগামাপাতে (Sa Re Ga Ma Pa)। গানের এই রিয়েলিটি শোয়ে মেন্টর হিসেবে ভূমিকা পালন করছেন জোজো মুখোপাধ্যায়। এখানে প্রতিযোগীদের সঙ্গে গলা মিলিয়ে গান গাইতে গিয়ে শেষমেষ সোশ্যাল মিডিয়াতে চরম অপদস্থ হতে হল তাকে।

সারেগামাপার শুরুর পর্বগুলোতে গান গাইতে হয়েছিল জোজোকে। তার গান গাওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। প্রশংসা পাওয়ার বদলে উড়ে আসে কটাক্ষ। নেটিজেনদের অভিযোগ, নিতান্তই বেসুরে গাইছেন বাংলার এই এক নম্বর গায়িকা! এই গানের ভিডিও ক্লিপিং নিয়ে সোশ্যাল মিডিয়াতে শুরু হয় সমালোচনা, জোজোকে উদ্দেশ্য করে কটাক্ষও করতে থাকেন একদল নেটিজেন।

তবে জোজোও অবশ্য চুপ করে ট্রোলিং হজম করার পাত্রী নন মোটেই। সোশ্যাল মিডিয়াতে পাল্টা জবাব দিয়েছেন তিনিও‌। সারেগামাপার মঞ্চ থেকে বেশ কিছু ছবি এবং ভিডিও তিনি শেয়ার করেছিলেন। তার মধ্য থেকে একটি ভিডিও ক্লিপিংস ঘিরে এত কুরুচিকর মন্তব্য আসছে দেখে পাল্টা জবাব দিলেন গায়িকা।

জোজো সদ্য ফেসবুকে একটি পোস্ট করে লিখেছেন, ‘সারেগামাপা-এর মঞ্চে আমার গান নিয়ে যাঁরা কুরুচিকর মন্তব্য করেছেন তাঁদের বলি আমার সত্যিই সব কথায় মন ভাঙে না বরং নিজের কাজকে আকড়ে ধরে আরও এগিয়ে যাওয়ার সাহস পাই…খুব ভালো থাকবেন আপনারা। ভগবান আপনাদের মঙ্গল করুন।’

সারেগামাপার অন্যান্য সিজনের তুলনায় এই সিজনে বেশ কিছু চমক রাখা হয়েছে। এখানে মহাগুরুর আসনে বসেছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন আবীর চট্টোপাধ্যায়। কোন দিকে বিচারকের আসনে থাকছেন শান্তনু মৈত্র, শ্রীকান্ত আচার্য, রিচা শর্মারা। মেন্টরের ভূমিকায় জোজো ছাড়াও রয়েছেন ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, রথীজিৎ, মনোময় ভট্টাচার্যরা।