দর্শকদের দাবি মেনে শেষ হচ্ছে এই জনপ্রিয় সিরিয়াল, মন খারাপ কলাকুশলীদের

টিআরপি তালিকায় পিছিয়ে পড়লে সেই ধারাবাহিক বন্ধ করে দিতে বাধ্য চ্যানেলগুলো। তবে জি বাংলার (Zee Bangla) ‘যমুনা ঢাকি’ (Jamuna Dhaki) বহুদিন যাবত টিআরপি তালিকাতে ঠাঁই না পেয়েও এতদিন টিকে থেকেছে ময়দানে। মাঝে অবশ্য বদলে যায় ধারাবাহিকের টাইম স্লট। কিন্তু এবার এই ধারাবাহিক বন্ধ হওয়ার মুখে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সেই খবর শেয়ার করলেন ধারাবাহিকের নায়ক রুবেল দাস (Rubel Das)।

দীর্ঘ প্রায় দুই বছরের যাত্রার পরিসমাপ্তি ঘটতে চলেছে। স্বভাবতই এতে মন বেজায় খারাপ কলাকুশলীদের। শুরুতে টিআরপি তালিকায় সেরা তিনের মধ্যে থাকতো এই ধারাবাহিকটি। তবে পরে দর্শকরা এই ধারাবাহিকটিকে অপছন্দ করতে শুরু করেন। একঘেয়েমি ভর করে যাওয়াতে সোশ্যাল মিডিয়াতে বারবার ট্রোলের মুখে পড়তে হয় ধারাবাহিকটিকে।

jamuna dhaki

বিগত বেশ কয়েক মাস ধরেই ধারাবাহিকটি বন্ধ করার দাবি করছিলেন দর্শকরা। ইদানিং জি বাংলাতে একের পর এক নতুন ধারাবাহিক আসছে। এর ফলে বহু ধারাবাহিক বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এই বন্ধের তালিকা থেকে বারবার বাদ পড়ে যাচ্ছিল যমুনা ঢাকি। অবশেষে যমুনারও কপাল পুড়লো। শীঘ্রই শেষ হয়ে যাবে এই ধারাবাহিকটি। সেই খবর শেয়ার করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন রুবেল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তিনি যমুনা ঢাকি সেটের একটি ছবি শেয়ার করে লিখলেন, “এই পরিবেশটা এখন বড্ড অচেনা, থমথমে , lights, camera, action থেকে বেরিয়ে। চারিদিক টা যেনো নিস্তব্ধ । সকলের চিৎকার, প্রতিনিয়ত পেরেক ঠোকাঠুকি, সেট সাজানো, আবার সেট ভাঙ্গা, সিন নিয়ে আমাদের আলোচনা, হাসি ঠাট্টা, হই হুল্লড়, নাচ গান সব মিলিয়ে যেনো জীবন্ত ছিল এই যমুনা ঢাকির এই পরিবেশ। এখন মনে হচ্ছে সেই স্মৃতি গুলো সব বুকে নিয়ে একটু বিশ্রাম এ আছে, হয়তো বা কাঁদছে , আমাদের miss করছে। আমিও খুব মিস করবো এই ফ্লোর”।

তিনি আরও লিখেছেন, “675 এপিসোড এ যমুনা ঢাকির যাত্রা শেষ, আবার ও দেখা হবে নতুন চরিত্রে, সকলকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে স্নেহাশিস দাদা কে। সকলের পাশে থাকা কাম্য”। এই খবর পেয়ে দর্শকদের একাংশের মন বেশ খারাপ হয়েছে। তবে এতদিন যারা মনে করছিলেন যমুনা ঢাকি এইবার শেষ হওয়া দরকার, তারা এই খবরে বেশ খুশিই হলেন।

 

View this post on Instagram

 

A post shared by Rubel Das (@rubel.official)