টাকার গদিতে খেলেন তৃণমূল MP! দেবের সম্পত্তি কত?

Dev Net Worth : দীপক অধিকারী (Dipak Adhikari) ওরফে দেব (Dev), আজ টলিউডের (Tollywood) অন্যতম একজন বড় সুপারস্টার তিনি। বড় হয়েছেন মামার বাড়িতে চন্দ্রকোনায়। একটা সময় মুম্বাইতে বাবার সঙ্গে ক্যাটারিংয়ের কাজ করেছেন। সেই দেব আজ শুধু টলিউড সুপারস্টার নন, রাজ্য শাসক দলের একজন স্বনামধন্য MP। তার সম্পত্তির পরিমাণ কত জানেন? জানলে চমকে যাবেন।

কত সম্পত্তির মালিক দেব?

২০১৯ সালের পর ২০২৪, দেব নাকি আবারও তৃণমূলের (Trinamool Congress) হয়ে লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে দাঁড়াবেন। পরপর দুবার ঘাটাল (Ghatal) লোকসভা কেন্দ্রে জয়ী হন তিনি। ২০১৯ সালে তিনি নির্বাচনী হলফনামায় নিজের সম্পত্তির যে হিসেব দেন তার থেকে জানা গিয়েছিল অনেক কিছুই। তিনি জানিয়েছিলেন ২০১৫-১৬ সালে তার বার্ষিক আয় ছিল ৩ কোটি ৯৩ লক্ষ ৮৬ হাজার ৩৮০ টাকা।

DEV

শেষ কয়েক অর্থবছরে কত টাকা আয় করেছেন দেব?

ওই হলফনামাতে জানানো হয়েছে ২০১৬-১৭ অর্থ বছরে দেবের আয় হয়েছিল ৩ কোটি ৭৬ লক্ষ ৪১ হাজার ৪২০ টাকা। ২০১৭-১৮ অর্থবছরে দেবের আয় ২ কোটি ২৪ লক্ষ ৪ হাজার ৫৬০ টাকা। ২০১৯ সালে আয়করের হিসেব অনুযায়ী তার হাতে নগদ ছিল ২ লক্ষ ৮৫ হাজার ২৫৮ টাকা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি একাউন্টে ১০ লক্ষ টাকা, অন্য একটি ব্যাঙ্কে ৩৫ লক্ষ ৪২ হাজার টাকা এবং আরেকটি ব্যাঙ্কে ২ লক্ষ ২৪ হাজার টাকা ছিল।

কোথায় কত বিনিয়োগ রয়েছে দেবের নামে?

বেসরকারি ব্যাঙ্কের তিনটি অ্যাকাউন্টে দেবের ২ কোটি ৫৫ লক্ষ ৫৯ হাজার, ৩৭ লক্ষ ৯২ হাজার এবং ৬৮ লক্ষ ৪ হাজার টাকা বিনিয়োগ করা ছিল। সব মিলিয়ে ৪ কোটি ৯ লক্ষ টাকার আশেপাশে বিনিয়োগ ছিল। মিউচুয়াল ফান্ডে ৪৫ লক্ষ টাকা এবং বীমায় ২৫ লক্ষ ৮৯ হাজার টাকা বিনিয়োগ ছিল তার।

DEV

কত টাকার ঋণ ছিল দেবের?

শুধু সম্পত্তির হিসেব দেখলেই চলবে না। দেবের মাথায় ঋণের বোঝাও কিন্তু কিছু কম ছিল না। ৪ কোটি ৪১ লক্ষ ৯৬ হাজার ৪৫২ টাকার ঋণ ছিল দেবের নামে।

আরও পড়ুন : রাজপ্রাসাদের মত বাড়ি, দামী দামী গাড়ি! কত সম্পত্তির মালিক প্রসেনজিৎ চ্যাটার্জী?

দেবের গাড়ির কালেকশন

দেবের গ্যারেজে বেশ কিছু বহুমূল্য গাড়ি রয়েছে। ৮ লক্ষ টাকা মূল্যের একটি BMW, ৩৬ লক্ষ টাকা মূল্যের একটি Mercedes এবং Hyundai অ্যালান্ট রয়েছে। সব মিলিয়ে তার কাছে ৫২ লক্ষ টাকার গাড়ি আছে।

DEV

আরও পড়ুন : টলিউডের সব থেকে ধনী অভিনেতা কে? কার সম্পত্তির পরিমাণ কত?

দেবের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ কত?

এছাড়া ২০১৯ সাল পর্যন্ত তার কাছে ৭০০ গ্রাম সোনা ছিল। যার বাজার মূল্য ৩৫ লক্ষ ৬,৪৬১ টাকা। ২০১৭-১৮ সালে অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ১০ কোটি ২৩ লক্ষ ৪২ হাজার ৯০৮ টাকা। এছাড়া প্রিন্স আনোয়ার শাহ রোডে তার তিন হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে। ২০১৯ সালে তার মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৪ কোটি ৯১ লক্ষ টাকা।