টলিউডের সব থেকে ধনী অভিনেতা কে? কার সম্পত্তির পরিমাণ কত?

গ্ল্যামার দুনিয়ার মানুষদের নিয়ে আমাদের আগ্রহ চিরকালই প্রচুর। তারা কিভাবে জীবন অতিবাহিত করেন বা তাদের ডেলি রুটিন কি, জানার একটা অসীম আগ্রহ থাকে আমাদের মধ্যে। আজ আপনাদের জানাবো টলিউড (Tollywood) অভিনেতাদের মধ্যে কে সবথেকে বেশি সম্পত্তির (Net Worth) অধিকারী? চলুন তাহলে শুরু করা যাক এই প্রতিবেদন।

এই মুহূর্তে টলিউডের সুপারস্টার বলতে দেব, প্রসেনজিৎ, আবির চট্টোপাধ্যায়, জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায় সহ আরো অনেকেই। এনাদের মধ্যে কে বেশি গুণী অভিনেতা, তা নিয়ে কোন তর্ক করা যায় না কারণ এনারা সকলেই তুখোড় অভিনেতা। কিন্তু আজ আপনাদের আপনারা জানাবো টলিউডের কোন অভিনেতা সবথেকে বেশি সম্পত্তির অধিকারী।

Prosenjit Chatterjee

Prosenjit Chatterjee : বাংলা ইন্ডাস্ট্রিকে একসময় যিনি নিজের কাঁধে করে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সেই বুম্বাদা বা প্রসেনজিৎ ছাড়া আমাদের বাংলা ইন্ডাস্ট্রি একেবারে অসম্পূর্ণ। সমসাময়িক অভিনেতা অভিনেত্রী নয় বরং নতুন জেনারেশনের সঙ্গেও পাল্লা দিয়ে কাজ করে চলেছেন তিনি। বুম্বাদার সম্পত্তির পরিমাণ আনুমানিক ২৫০ কোটি টাকা।

Dev : টলিউডের একজন প্রথম সারির অভিনেতা হিসাবে নয়, একজন সাংসদ হিসেবেও ভীষণ পরিচিত দেব ওরফে দীপক অধিকারী। আগামী ২২ ডিসেম্বর সারা দেশ জুড়ে মুক্তি পাবে দেব অভিনীত প্রধান। দেবের নিজস্ব একটি প্রোডাকশন হাউজও আছে, যেখান থেকে একাধিক ব্লকবাস্টার সিনেমাও আমরা পেয়েছি। দেবের সম্পত্তির পরিমাণ আনুমানিক ১৫ থেকে ৪০ কোটি টাকা।

আরও পড়ুন : এই বছরই বাবা-মা হয়েছেন, ২০২৩ সালে সন্তানের মুখ দেখেছেন এই ৪ সেলেব দম্পতি

Jeet

আরও পড়ুন : তিন-তিনবার ডিভোর্স! মোট কত সম্পত্তির মালকিন শ্রাবন্তী? জানলে ঘুরবে মাথা

Jeet : সাথী সিনেমার হাত ধরে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন এই অভিনেতা। জিতের ভক্ত সংখ্যা আজও লক্ষাধিক। চলতি বছরে দ্বিতীয়বারের জন্য পিতা হয়েছেন জিৎ। কন্যা সন্তানের জন্মের ১১ বছর পর একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন জিতের স্ত্রী। জিতের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৮ থেকে ৪০ কোটি টাকা।