বিয়ের পর প্রথম হোলি, বউয়ের গাল লাল রঙে রাঙিয়ে সোহাগে মাতলো নীল

দীর্ঘ ১১ বছরের প্রেমের পর সদ্য‌ই বাস্তব জীবনে জুটি বেঁধেছেন ‘খড়কুটো’(Khorkuto) সিরিয়ালের বিখ্যাত গুনগুন ওরফে তৃণা সাহা (Trina Saha)আর ‘কৃষ্ণকলি’‌ সিরিয়ালের নিখিল অর্থাৎ নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)।  গত ৪ঠা ফেব্রুয়ারি বিখ্যাত এই টেলি দম্পতির বিয়ের অনুষ্ঠান‌ও মহাসমারোহে পালিত হয়েছিলো, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)সহ একাধিক তারকা হাজির ছিলেন‌।

তারকা দম্পতি বলে কথা, তাই স্বাভাবিকভাবেই নীল তৃণার  প্রি ওয়েডিং ফটোশুট থেকে শুরু করে  বিয়ে ও রিসেপশনের  একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল ঝড়ের গতিতে। কিছুদিন আগেই  প্রি-হোলি সেলিব্রেশনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তৃণা। সেখানে দেখা যাচ্ছিল রঙিন একটি লেহেঙ্গা পরে ‘নিমুড়া নিমুড়া’ গানে নেচে হোলির প্রস্তুতি নিচ্ছেন তিনি। বিয়ের পর এই প্রথম হোলি নিয়ে যে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী তা ওই ভিডিওটি দেখেই বোঝা যাচ্ছিলো।

বিয়ের পর এই বছর তাদের প্রথম হোলি হলেও এখন ও অবধি তাদের হোলি সেলিব্রেশনের কোন রকম ছবি বা ভিডিও প্রকাশ করেননি এই টেলি দম্পতি।তাই ‘তৃণীল’ জুটির ফ্যান পেজ থেকে নীল-তৃণার পুরোনো হোলি সেলিব্রেশন এর একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে।

   

 

View this post on Instagram

 

A post shared by TriNeel ? (@trina_weds_neel)

পুরোনো সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে সাদা কুর্তি আর লাল টুকটুকে ওড়না পরেছেন তৃণা, আর সাদা রঙের পাঞ্জাবি ও চোখে সানগ্লাস দিয়ে নিজেকে হোলির সাজে সাজিয়েছেন  নীল। তারপর দেখা যাচ্ছে নীল হাতে লাল আবির নিয়ে এগিয়ে যাচ্ছেন তৃনার দিকে আর লাল আবিরে রাঙিয়ে দিচ্ছেন তৃণাকে।রং খেলার সেই মুহূর্তে ব্যাকগ্রাউন্ডে বাজছে‌ ‘তৃনীল’জুটির প্রিয় অমিতাভ-জয়ার বিখ্যাত ‘সিলসিলা’ মুভির গান ‘রং বরসে ভিগে চুনার‌ওয়ালি’।

উল্লেখ্য, রিয়েল লাইফের বসন্ত বরণের মুহূর্ত এখনো অবধি তুলে না ধরলেও রিল লাইফের দোল খেলার নানা মুহুর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তৃণা। গতকাল ই ‘খড়কুটো’ সিরিয়ালের দু’ঘণ্টার হোলি স্পেশাল পর্ব ছিল, সেই পর্বে গুনগুনের আবির খেলার বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তৃণা।