৫৮ বছরেই থেমে গেল জীবন, মারা গেলেন RRR খ্যাত এই অভিনেতা

এস এস রাজামৌলি (S S Rajamouli) পরিচালিত সিনেমাগুলো বিশ্বে ভারতীয় সিনেমাকে এক নতুন পর্যায়ে পৌঁছে দিচ্ছে। রাজামৌলি পরিচালিত সিনেমাগুলির মধ্যে আর আর আর (RRR) অন্যতম। এই সিনেমাতে অভিনয় করেছিলেন হলিউড (Hollywood) তারকা রে স্টিভেনসন (Ray Stevenson)। যিনি এর আগে মার্ভেলের থর (Thor) সিনেমাতেও অভিনয় করেছিলেন।

সোমবার রাতে হঠাৎ রে স্টিভেনসন সম্পর্কে মিলল এক দারুণ দুঃসংবাদ। আর আর আর খ্যাত গভর্নর স্কট আর বেঁচে নেই। মাত্র ৫৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন হলিউডের এই প্রখ্যাত অভিনেতা। সোমবার রাতে তার মৃত্যু সংবাদ জানা গিয়েছে। আর আর আর ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তার মৃত্যুসংবাদ পেয়ে শোকোস্তব্ধ নেটপাড়া।

RAY STEVENSON

কীভাবে স্টিভেনশনের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। অভিনেতার প্রতিনিধিরা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন তার মৃত্যু সংবাদ। তিনি রবিবার মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। থর সিনেমাতে একজন অ্যাসগার্ডিয়ান যোদ্ধা হিসেবে কাজ করেছিলেন তিনি। এছাড়া এইচভিও -এর ‘রোম’ সিনেমাতেও তিনি ছিলেন।

১৯৬৪ সালে উত্তর আয়ারল্যান্ডের লিসবর্নে জন্মগ্রহণ করেন এই হলিউড অভিনেতা। তিনি ব্রিস্টল ওল্ড ভিক থিয়েটার স্কুলে লেখাপড়া করেছিলেন। তারপর ব্রিটিশ টেলিভিশন দিয়ে শুরু হয় তার অভিনয়ের জীবনের সফর। ১৯৯৮ সালের ‘দ্য থিওরি অফ ফ্লাইট’ ছবির মাধ্যমে তিনি হলিউড সিনেমাতে পা রাখার সুযোগ পান।

আর আর আর টিমের টুইটার হ্যান্ডেল থেকে স্টিভেনশনছর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। অভিনেতার একটি ছবি শেয়ার করে লেখা হয়েছে, “কি নিদারুণ শোকের খবর আমাদের গোটা আর আর আর টিমের কাছে। রে স্টিভেনসনের আত্মার শান্তি কামনা করি। স্যার স্কট আপনি সবসময় আমাদের হৃদয়ে থেকে যাবেন।”

আরও পড়ুন : অস্কারের মঞ্চে বাংলার জয়, ‘নাচো নাচো’ গানের রচয়িতা বাংলার এই মেয়ে, রইল পরিচয়

ছবির পরিচালক রাজামৌলি অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করে টুইট বার্তায় লিখেছেন, “মর্মান্তিক… এই খবর বিশ্বাস করতে পারছি না। রে নিজের সঙ্গে করে সেটে অনেক শক্তি এবং প্রাণবন্ত স্বভাব নিয়ে আসতেন। যা ছিল সংক্রামক। ওর সঙ্গে কাজ করা ছিল নির্মল আনন্দ। আমার প্রার্থনা তার পরিবারের সঙ্গে। তার আত্মার শান্তি কামনা করি।”

আরও পড়ুন : ভারতের গৌরবগাথা দেখবে গোটা দুনিয়া, ‘মহাভারত’ নিয়ে বড় ঘোষণা ‘RRR’ পরিচালক রাজামৌলির