মৃত্যুর আগে সুচিত্রাকে এই শেষকথা বলতে চেয়েছিলেন উত্তমকুমার, না শুনে আফসোস করতেন মহানায়িকা

উত্তমকুমারের শেষ ইচ্ছে পূরণ করতে পারেননি, শেষদিন পর্যন্ত আক্ষেপ ছিল সুচিত্রা সেনের

উত্তম কুমার (Uttam Kumar) এবং সুচিত্রা সেন (Suchitra Sen) টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির উত্থানের পেছনে এই তারকা জুটির যথেষ্ট অবদান ছিল। ষাট-সত্তরের দশকে টলিউড ইন্ডাস্ট্রিতে কার্যত স্বর্ণযুগ নিয়ে এসেছিলেন তারা। আজ এত বছর বাদেও উত্তম-সুচিত্রা জুটি দর্শকদের মনের মধ্যে জায়গা করে রয়েছে। অনস্ক্রিন তাদের রসায়ন যেমন গভীর ছিল, তেমনই অফস্ক্রিনেও তারা ছিলেন সুপারহিট।

তবে ১৯৮০ সালে উত্তম কুমারের মৃত্যুর সঙ্গে সঙ্গে ভেঙে যায় এই জুটি। খুব কম বয়সে অকালেই প্রয়াত হন বাংলার মহানায়ক। তিনি যে এইভাবে আচমকা চলে যাবেন সেটা কেউই আন্দাজ করতে পারেননি। এমনকি তার আশেপাশের মানুষেরাও কল্পনা করতে পারেননি উত্তমকুমার এইভাবে আচমকা পরলোক গমন করবেন।

UTTAM KUMAR AND SUCHITRA SEN

উত্তম কুমারের মৃত্যু কার্যত ভেঙে দিয়েছিল সুচিত্রাকেও। আসলে বাস্তবে তারা একে অপরের খুব ভাল বন্ধু ছিলেন। উত্তমের মৃত্যুর পর সুচিত্রাও অভিনয় জগতকে বিদায় জানান। তিনিও খুব অল্পবয়সে অভিনয় ছেড়ে অজ্ঞাতবাসে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। শোনা যায় উত্তম কুমারের সঙ্গে অভিনয় না করতে পারার যন্ত্রণাই নাকি তাকে টলিউড থেকে সরিয়ে নিয়ে গিয়েছিল।

তবে উত্তম কুমারের আচমকা মৃত্যুর সঙ্গেও সুচিত্রার একটা বড় আক্ষেপ জড়িয়েছিল। আসলে মৃত্যুর এক সপ্তাহ আগেও উত্তম কুমার সুচিত্রার খোঁজ করেছিলেন। মৃত্যুর আগে এক সপ্তাহ ধরে তিনি অন্তত একবার সুচিত্রার সঙ্গে দেখা করার ইচ্ছের কথা জানিয়েছিলেন। কিন্তু সুচিত্রা তখন অভিনয় নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে সেই সময়টুকু তিনি বের করতে পারেননি।

SUCHITRA AND UTTAM KUMAR

শোনা যায় মৃত্যুর আগে নাকি সুচিত্রা সেনের ‘আলো আমার আলো’ ছবিটি টিভিতে দেখেন উত্তম কুমার। সেই ছবি দেখে তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। মহানায়িকার তুখর অভিনয় দেখে তিনি নজর ফেরাতে পারছিলেন না। এই কথাটাই তিনি সুচিত্রাকে বলতে চেয়েছিলেন নিজের মুখে। আর সেই জন্যই তিনি সুচিত্রার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন।

SUCHITRA AND UTTAM KUMAR

আরও পড়ুন : এই একটিই কারণে সত্যজিৎ রায়ের সঙ্গে কখনও কাজ করেননি সুচিত্রা সেন

সুচিত্রা তখনকার মত তাকে জানিয়েছিলেন পরে কখনও তার সঙ্গে দেখা করবেন তিনি। কিন্তু সেই দিনটা আর আসেনি। এক সপ্তাহের মাথায় আচমকাই উত্তম কুমারের মৃত্যু সংবাদ আসে সুচিত্রার কাছে। মহানায়কের সঙ্গে শেষ দেখাটুকু না করতে পারার আফসোস শেষ দিন পর্যন্ত সুচিত্রাকেও তাড়িয়ে নিয়ে বেরিয়েছে।

আরও পড়ুন : কেন অন্তরালে চলে গিয়েছিলেন সুচিত্রা সেন? আসল রহস্য ফাঁস করেন মেয়ে মুনমুন