পার্থর দুর্নীতি কেড়ে নিল মিঠাইয়ের টিআরপি, কমে গেল বাংলার সব ধারাবাহিকের নম্বর

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে বাংলার রাজ্য রাজনীতি তোলপাড় এস এস দুর্নীতি (SSC Scam) কান্ড নিয়ে। সেই সঙ্গে সংবাদ মাধ্যম খুললেই প্রতিনিয়ত ভেসে উঠছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মুখ। উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পরিস্থিতি এমনই যে খবরের চ্যানেলের থেকে চোখ সরাতেই পারছেন না দর্শকরা। এর প্রভাব কি পড়ছে বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) টিআরপিতে (TRP)?

গত সপ্তাহে টিআরপি রেটিং তালিকা প্রকাশের পর এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে বাংলা সিরিয়ালের দর্শকদের। প্রতি সপ্তাহের মত বৃহস্পতিবার নিয়ম মেনে বেরিয়েছে টিআরপি লিস্ট। ৮.৪ রেটিং পেয়ে সেরার আসন দখল করেছে মিঠাই রানী। বাকিরাও ০.১-০.২ নম্বরের হেরফেরে আগে পরে রয়েছে।

মিঠাই টপারের আসন পেতেই খুশি ভক্তরা। তবে দর্শকদের মনে এখন অন্য চিন্তা ভর করেছে। আগে যেখানে +১২ থেকে শুরু করে +৯ পর্যন্ত রেটিং থাকত সেখানে মাত্র ৮.৪ রেটিং নিয়েই খুশি থাকতে হচ্ছে বাংলা টেলিভিশনের টপার ধারাবাহিককে। এই হিসাবটা আসলে কিছুতেই মাথায় ঢুকছে না সিরিয়াল ভক্তদের। দিন দিন বাংলা সিরিয়ালের রেটিং এত কমছে কেন?

টিআরপি রেটিং চার্টের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে মিঠাইয়ের পর লক্ষ্মী কাকিমা সুপারস্টার ৭.৮ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আলতা ফড়িং ৭.৫ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। গাঁট ছড়া পেয়েছে ৭.৪, টিআরপিতে রয়েছে চতুর্থ স্থানে। গৌরী এল ৭.৩ পেয়ে পঞ্চম স্থানে রয়েছে। এমনকি একসময়ের বেঙ্গল টপার ধূলোকনার নম্বর ৬.৮ এ এসে ঠেকেছে!

dhulokona

দর্শকদের মধ্যে যখন এই প্রশ্ন উঠেছে তার পাশাপাশি প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলিও খুঁজে বের করার চেষ্টা করছেন তারা। দর্শকদের একটা বড় অংশ মনে করছেন ইদানিং প্রায় সকলের হাতেই রয়েছে স্মার্টফোন। সেই সঙ্গে স্মার্টফোনে রয়েছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম। এখানে সাবস্ক্রিপশন থাকলে একদিন আগেই ধারাবাহিকের পর্ব দেখা যায়।

এছাড়া অনেকে আবার এই ওটিটি থেকে এপিসোড ডাউনলোড করে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আগাম পর্ব আপলোড করে দিচ্ছেন। এটাও টিআরপি কমার কারণ হতে পারে। যদিও কারও কারও দাবি এসেছে দুর্নীতি কান্ড নিয়ে সংবাদ মাধ্যমে যে টান টান উত্তেজনা বিরাজ করছে তাতে দর্শকরা সিরিয়াল ছেড়ে খবরই দেখছেন। তাই তারা মজা করে বলছেন পার্থ চ্যাটার্জীর খবর বাংলা সিরিয়ালগুলোর টিআরপির নম্বর কেটে নিচ্ছে।