মুক্তি পেল কেকের রেকর্ড করা শেষ গান, চোখের জলে ভাসছে সবাই

বিগত দুই দশক যাবত তার সুরের জাদুতে আচ্ছন্ন হয়েছিল আসমুদ্র হিমাচল। মাত্র দুই দশকের মধ্যেই কেকের (K K) সংগীত জীবন স্তব্ধ হয়ে যাবে এমনটা কেউ কখনও আশা করেননি। সংগীতের প্রতি উৎসর্গ ছিল তার জীবন। গান গাইতে গাইতেই প্রাণত্যাগ করেছেন তিনি। তার গানগুলো আজীবন থেকে যাবে ভক্তদের মনের মধ্যে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজের সঙ্গেই যুক্ত থেকেছেন। তাই এখনও তার শেষ কিছু গান মুক্তি পাওয়া বাকি রয়ে গিয়েছে।

বাঙালি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) ‘শেরদিল’ (Sherdil) ছবি মুক্তি পাবে শীঘ্রই। সৃজিতের এই ছবিতে গান গেয়েছেন কে কে। সোমবার কেকের শেষ রেকর্ড করা এই গান মুক্তি পেল। গানটি লিখেছেন গুলজার। গানের সুর দিয়েছেন শান্তনু মৈত্র। এই ছবিতে ‘ধুপ পানি বেহনে দে’ (Dhoop Paani Bahne De) গানটি রেকর্ড করেছিলেন কেকে। এটাই তার জীবনের শেষ রেকর্ড করা গান। কাজেই কেকে চলে যাওয়ার পর তার শেষ গান ঘিরে দারুন উন্মাদনা কাজ করছে অনুরাগীদের মনে।

কেকের রেকর্ড করা শেষ গান শুনে আবেগে ভাসছেন তার অনুরাগীরা। কেকে যখন এই গান রেকর্ড করছিলেন তখন কে ভেবেছিল এটাই হতে চলেছে তার শেষ গান! সোশ্যাল মিডিয়াতে এই গানটিকে কেন্দ্র করে শুরু হয়েছে চর্চা। কেকে তার কুড়ি বছরের কেরিয়ারে বহুভাষায় বহু সুপারহিট গান গেয়েছেন। কেকের গাওয়া অ্যালবামের মধ্যে আর তার কোটি কোটি ভক্তদের মধ্যে থেকে যাবে এই গানটিও।

গত সপ্তাহের মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় নজরুল মঞ্চের স্টেজ পারফরম্যান্স ছিল কে কের। তার আগের সন্ধ্যাতেও কলকাতায় কেকের কনসার্ট ছিল। পরপর দু’দিন শহরবাসীকে গান শুনিয়েছিলেন সবার প্রিয় গায়ক। মঙ্গলবার নজরুল মঞ্চের অনুষ্ঠানে গান গাইতে গাইতে অসুস্থ বোধ করেন তিনি। তবুও কোনওভাবেই কনসার্ট বন্ধ হতে দেননি।

এরপর কনসার্ট শেষে হোটেলে ফিরতেই তার শারীরিক অসুস্থতা বাড়তে থাকে। জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। তারপর হাসপাতালে তাকে নিয়ে যেতেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তার মৃত্যুর পর দেখতে দেখতে কেটে গেল একটি সপ্তাহ। তবে তিনি আজীবন থেকে যাবেন ভক্তদের মনের মধ্যে, তার এভারগ্রীন মেলোডির মাধ্যমে।