শ্রদ্ধা জানাতে গিয়ে শ্রাদ্ধ! কেকের গানের ‘পিন্ডি চটকে’ ‘গুষ্টি উদ্ধার’ করলেন হিরো আলম

গানটা তার ঠিক আসে না! কিন্তু এই কথাটাই তাকে বোঝাবে কে? কখনও রবীন্দ্রনাথ, কখনও হলিউডের টাইটানিক আবার এখন বলিউডের প্রয়াত গায়ক কেকের (K K) গান গেয়ে বারংবার ট্রোল তাকে হতেই হবে। সদ্য রবীন্দ্র সংগীত শুনিয়ে নেটিজেনদের চরম আক্রোশের মুখে পড়েছিলেন তিনি। আশরাফুল আলম ওরফে সকলের পরিচিত হিরো আলম (Hero Alom) এতকিছুর পরেও থেমে থাকার পাত্র নন মোটেও।

কেকের মৃত্যুর পর তার গানের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানাচ্ছে গোটা বিশ্ব। বাংলার নামিদামি শিল্পীদেরও কেকের গান গেয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। হিরো আলমই বা পিছিয়ে থাকবেন কেন? বিশেষত বিখ্যাত না হলেও কুখ্যাত ভাইরাল গায়ক তিনি। তাই তিনিও কেকের গান গেয়ে তাকে শ্রদ্ধা জানালেন, বা নেটিজেনদের কথায় গানের শ্রাদ্ধ করলেন!

Hero Alom is coming Kolkata as He will not shoot in Bangladesh any more

কাইটস সিনেমাতে কেকের গাওয়া ‘জিন্দেগি দো পাল কি’ গানটি গেয়েছেন হিরো আলম। তবে তিনি যে গানটি গেয়েছেন সেই গানের না কোনও সুর আছে, না কোনও তাল। নিজের মতো করে গান গাইতে গিয়ে কার্যত কেকের গানের ‘গুষ্টির ষষ্ঠী পুজো’ করে ছেড়েছেন বাংলাদেশের ভাইরাল গায়ক! ভীষণ রেগে গিয়ে এমনটাই বলছেন নেটিজেনরা।

নেটিজেনরা কটাক্ষ করে বলছেন, ভাগ্যিস কে কে মারা গিয়েছেন, না হলে হিরো আলমের গান শুনলে নিজেই বিষ খেতেন! কিছুদিন আগেই রবীন্দ্রসঙ্গীত গেয়েও শ্রোতাদের থেকে এমনই প্রতিক্রিয়া পেয়েছিলেন হিরো আলম। নেটিজেনরা একবাক্যে বলেছিলেন, রবীন্দ্রনাথ যদি এই গান শুনতেন তাহলে নিঃসন্দেহে সুইসাইড করতেন!

যদিও হিরো আলমের দাবি ছিল তিনি রবীন্দ্রনাথের গানটি অফিশিয়ালি গাননি। এই গানটি শখের বশে গেয়েছিলেন। এমনকি তিনি নিজেও জানেন রবীন্দ্রসঙ্গীত গাইলে তার নামে মামলা হতে পারে! তখনই তিনি নেটিজেনদের উদ্দেশ্যে বলেছিলেন কেকে-কে শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি অফিশিয়ালি একটি গানের ভিডিও রিলিজ করেছে। চাইলে তা শুনে নিতে পারেন। তবে সেখানেও আলমের তোতলামিতে ‘ইন্তিজার কাপতাপ’ শুনে আরও চটলেন নেটিজেনরা!