নিজের হাতে বাজার করছে সুদীপার ছেলে, পুঁচকে ছেলের কীর্তি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

জি বাংলার (Zee Bangla) রান্নাঘর (Rannaghor) যারা নিয়মিত দেখেন তারা রান্নাঘরের সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জীকে (Sudipa Chatterjee) তো চেনেনই। সুদীপার একমাত্র সন্তান আদিদেব চ্যাটার্জীকেও (Adidev Chatterjee) মাঝেমধ্যে দেখা যায় এই শো’তে। ছোট্ট আদিদেবের আবার সোশ্যাল মিডিয়াতে অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে। সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই সুদীপা তার পুত্রের নানা ছবি এবং ভিডিও শেয়ার করে থাকেন। আদিদেবের মিষ্টি-মজার ভিডিও দেখে আনন্দ পান নেটিজেনরা।

জি বাংলার ‘রান্নাঘর’ সঞ্চালিকা বিয়ে করেছেন পরিচালক অগ্নিদেব চ্যাটার্জীকে। কয়েক বছর আগেই তাদের সন্তানের জন্ম হয়। এখন তার বয়স মাত্র ৪ বছর। এখন থেকেই ছেলেকে সব বিষয়ে চৌখস করে তুলতে চান সুদীপা। বিশেষত বাজারে যাতে কেউ ঠকিয়ে না নিতে পারে তার জন্য এখন থেকেই মায়ের সঙ্গে বাজার যাচ্ছে আদিদেব। নিজে থেকে টাটকা ফল-সবজি বেছে এগিয়ে দিচ্ছে বিক্রেতার কাছে!

Sudipa Chatterjee Trolled for Wearing Golden Poite too Her Son Adidev Chatterjee

সোশ্যাল মিডিয়াতে সুদীপা একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে মায়ের সঙ্গে বাজারে যাচ্ছে আদিদেব। ফল বিক্রেতার কাছে গিয়ে ভালো কমলালেবু, আঙুর, বেদানা বেছে নিচ্ছে। তারপর দুই হাতে ভর্তি থলে নিয়ে বাড়ি ফিরছে মজা করে। ছেলের বাজার করার এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে ক্যাপশনে সুদীপা জানিয়েছেন তিনি ইচ্ছে করেই আদিদেবকে বাজারে নিয়ে গিয়েছিলেন যাতে টাটকা ফল-সবজি এবং তার দাম সম্পর্কে তার ধারণা হয়।

আদিদেব যাতে ছোট থেকেই ফল-সবজি কিনে বাজার করতে শেখে তার জন্য এই ব্যবস্থা। তাই রোজদিন মায়ের সঙ্গে বাজার যাচ্ছে খুদে। মাকে সবজি কিনতে সাহায্য করছে। আদিদেব কিন্তু ঘরের কাছে এভাবেই মাকে সহায়তা করে। এর আগে রান্না ঘরের কিছু পর্বে উপস্থিত হয়ে মাকে রান্নার কাজে সাহায্য করেছিল সে। বর্তমান স্মার্ট জগতে মোবাইল ফোন, ভিডিও গেমের প্রতি আসক্তি লক্ষ্য করা যায় বাচ্চাদের। সে সব থেকে সন্তানকে দূরে রাখতে এই কৌশল নিয়েছেন সুদীপা।

ছোট্ট আদিদেবকে এতোটুকু বয়সেই ঘরের কাজে আগ্রহী দেখে নেটিজেনরা তার প্রশংসায় পঞ্চমুখ। বাচ্চাদের ছোট থেকে যা শেখানো হবে বড় হয়ে চরিত্রে ঘটবে তার প্রতিফলন। রান্নাবান্না এবং বাজারের দিকে আদির এত আগ্রহ দেখে নেটিজেনরা বলছেন বড় হয়ে সেও তার মায়ের মত হেঁশেলের দিকেই ঝুঁকবে।