শিশুশিল্পী দিয়ে অভিনয় করানোর উপর জারি হল কড়া নির্দেশিকা, মাথায় হাত সব চ্যানেলের

New Guidelines On Child Artists In Bengali Serial : বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রিতে নায়ক, নায়িকা, খলনায়িকা কিংবা অন্যান্য চরিত্রদের পাশাপাশি খুদে অভিনেতা ও অভিনেত্রীদেরও বিরাট জনপ্রিয়তা রয়েছে দর্শকের কাছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সিরিয়ালে খুদেরা থাকলে তা যেন আরও আকর্ষণীয় হয়ে ওঠে দর্শকদের কাছে।

স্টার জলসা (Star Jalsha), জি বাংলা (Zee Bangla) -র সিরিয়ালগুলির মধ্যে এখন বেশ কিছু সিরিয়ালে শিশু অভিনেতাদের দিয়ে অভিনয় করানো হচ্ছে। পঞ্চমী (Panchami), অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) থেকে শুরু করে জগদ্ধাত্রী (Jagadhatri), মিঠাই (Mithai) সিরিয়ালে রয়েছেন এই শিশু অভিনেতারা। তারা না থাকলে যেন দর্শকদের সেই এপিসোডগুলি দেখতেও ভাল লাগে না।

PONCHOMI NILU

তবে সম্প্রতি শিশুদের দিয়ে অভিনয় করানোর উপরে এক কড়া নির্দেশিকা জারি করেছে ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস (National Commision For Protection Of Child Rights)। বাংলা সিরিয়ালগুলোতে এখন প্রচুর খুদে শিল্পী কাজ করছেন। বড়দের মত তাদেরও এখন দিনে প্রায় ৯ ঘণ্টা কাজ করতে হয়। এতে তাদের শৈশব বিঘ্নিত হচ্ছে, এমনটাই মত এই সংস্থার।

খুবই কম বয়সে শিশু অভিনেতাদের দিয়ে দিনভর এমন কাজ করানোর বিরোধিতা করছে এই সংগঠন। তার জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে সদ্য। জানানো হয়েছে যে দিনে ৫ ঘণ্টার বেশি শিশুদের দিয়ে অভিনয় করানো যাবে না। সেই সঙ্গে তিন ঘন্টা শুটিংয়ের পর শিশুশিল্পীকে প্রয়োজনীয় বিরতি দিতেই হবে।

MITHAI 1

আবার শুটিং সেটের বড়দের মাঝে থাকার সময়ে শিশুরা যাতে অনুপযুক্ত কিছু না শেখে কিংবা তাদের মনের উপর প্রভাব পড়ে এমন কোনও কনটেন্ট তাদের দেওয়া যাবে না। উল্লেখ্য, বর্তমানে যে যে সিরিয়ালগুলোতে শিশু শিল্পীরা রয়েছেন তারা দিনের একটা বড় অংশ শুটিং সেটেই কাটান। পড়াশোনা থেকে খেলাধুলা সেখানেই করতে হয় তাদের।

anurager chhowa

আরও পড়ুন : বাস্তবে মুখ দেখাদেখি বন্ধ মিঠাই-উচ্ছেবাবুর? আদৃতর সম্পর্কে বোমা ফাটালেন সৌমিতৃষা

তবে নতুন নির্দেশিকার কারণে এবার একটা বেশ বড় পরিবর্তন আসতে চলেছে বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রিতে। শিশুদের এখন আর পাঁচ ঘন্টার বেশি সেটে রাখা যাবে না। এর ফলে বড়সড় প্রভাব পড়তে পারে বাংলা সিরিয়ালগুলোতে। বিশেষ করে অনুরাগের ছোঁয়াতে তো দুই খুদে সোনা ও রূপাই প্রধান আকর্ষণ। নতুন নিয়মের ফলে সিরিয়ালে কিছু পরিবর্তন আসে কিনা সেটাই দেখার।

আরও পড়ুন : রচনার কাছে লাগাতার হার, টিআরপির অভাবে বন্ধ হল স্টার জলসার জনপ্রিয় এই রিয়েলিটি শো