রচনার কাছে লাগাতার হার, টিআরপির অভাবে বন্ধ হল স্টার জলসার জনপ্রিয় এই রিয়েলিটি শো

টিআরপির অভাবে বন্ধের মুখে স্টার জলসার এই রিয়েলিটি শো, রইল অন্তিম সম্প্রচারের দিনক্ষণ

Star Jalsha Reality Show Going To End Soon : আইপিএলের কারণে এখন টিভি সিরিয়ালের রেটিং এক ধাক্কায় বেশ অনেকটাই কমেছে। টিভি সিরিয়ালের পাশাপাশি নন ফিকশন রিয়েলিটি শো (Non Fiction Reality Show) -গুলির অবস্থাও তেমন ভাল না। গত সপ্তাহের টিআরপি (TRP) তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) আবার প্রথম স্থান দখল করতে পেরেছে। জগদ্ধাত্রী চ্যানেল টপার হলেও বেঙ্গল টপার হতে পারেনি।

তবে টিভি সিরিয়ালের ক্ষেত্রে স্টার জলসা (Star Jalsha) বেঙ্গল টপার হলেও রিয়েলিটি শো এর রাশ কিন্তু জি বাংলা (Zee Bangla) এর হাতেই রয়েছে। রিয়েলিটি শোয়ের মধ্যে এখন রয়েছে জি বাংলার দিদি নাম্বার ওয়ান (Didi Number One), ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance), ঘরে ঘরে জি বাংলা (Ghore Ghore Zee Bangla) এবং স্টার জলসায় রয়েছে সুপার সিঙ্গার ৪ (Super Singer 4)। জি বাংলার কাছে কিন্তু এই সপ্তাহে স্টার জলসা নন ফিকশনের বিচারে পাত্তা পায়নি।

DIDI NUMBER ONE

এই সপ্তাহে দিদি নাম্বার ওয়ান এর সানডে ধামাকার টিআরপি ছিল সবথেকে বেশি। দিদি নাম্বার ওয়ান ওই বিশেষ পর্বে পেয়েছে ৫.৪ নম্বর। এরপরই রয়েছে জি বাংলার আরেক রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্স। যে শোয়ের প্রাপ্ত টিআরপি ৫.৩। আর ঘরে ঘরে জি বাংলা পেয়েছে ১.৪ নম্বর।

অন্যদিকে স্টার জলসার একমাত্র রিয়েলিটি শো সুপার সিঙ্গার ৪ পেয়েছে মোটে ৩.৭ নম্বর। তাই এবার স্টার জলসা এই রিয়েলিটি শো শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। শনি এবং রবিবার রাত সাড়ে নটার সময় সম্প্রচারিত হচ্ছিল সুপার সিঙ্গার সিজন ৪। কিন্তু এবার সুপার সিঙ্গারের ফাইনাল পর্ব আসতে চলেছে।

SUPER SINGER SEASON 4

শীঘ্রই এবার সুপার সিঙ্গার ৪ এর যাত্রাপথে ইতি টানতে চলেছে স্টার জলসা। এই সপ্তাহেই হবে অন্তিম সম্প্রচার। আর তারপরেই স্টার জলসার রাতের স্লটের জায়গায় বাংলা সিরিয়ালের সম্প্রচার হবে গোটা সপ্তাহভর। ইতিমধ্যেই চ্যানেল কর্তৃপক্ষ এই ঘোষণা করে দিয়েছে। সুপার সিঙ্গার ৪ শেষ হলে সপ্তাহের সাত দিন অনুরাগের ছোঁয়া এবং হরগৌরী পাইস হোটেল (Horogouri Pice Hotel) দেখতে পাবেন দর্শকরা।

anurager chhowa

আরও পড়ুন : বাস্তবে মুখ দেখাদেখি বন্ধ মিঠাই-উচ্ছেবাবুর? আদৃতর সম্পর্কে বোমা ফাটালেন সৌমিতৃষা

সুপার সিঙ্গার ৪ এর কারণে এতদিন অনুরাগের ছোঁয়া এবং হরগৌরী পাইলস হোটেল সপ্তাহে কেবল ৫ দিন সম্প্রচারিত হচ্ছিল। তবে আগামী সপ্তাহ থেকে দর্শকরা সোম থেকে রবি প্রতিদিন সাড়ে নয়টার সময় দেখবেন অনুরাগের ছোঁয়া। ঠিক একইভাবে সোম থেকে রবি প্রতিদিন দশটার সময় হরগৌরী পাইস হোটেল দেখতে পাবেন।

আরও পড়ুন : রাতারাতি বন্ধের মুখে স্টার জলসার জনপ্রিয় এই সিরিয়ালটি, রইল অন্তিম সম্প্রচারের দিনক্ষণ