বন্ধ হয়ে যাচ্ছে ‘বরণ’, এই তারিখেই হতে চলেছে ধারাবাহিকের শেষ সম্প্রচার

একের পর এক নতুন ধারাবাহিকের চমক নিয়ে ফিরছে স্টার জলসা (Star Jalsha)। একদিকে যেমন নতুনের আগমন হচ্ছে, অন্যদিকে তেমনই নতুন সিরিয়ালকে জায়গা ছেড়ে দিতে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে পুরনো জনপ্রিয় ধারাবাহিকগুলি। ‘মহাপীঠ তারাপীঠ’, ‘ফেলনা’র পর এবার স্টার জলসার ‘বরণ’ (Boron) ধারাবাহিকও নাকি বন্ধের মুখে! কেন মাঝপথে বন্ধ হয়ে যাচ্ছে বরণ।

রাজ চক্রবর্তীর প্রোডাকশনের ব্যানারে আসছে এক নতুন ধারাবাহিক। কৌশিক সেন অভিনীত নতুন ধারাবাহিকের নাম ‘গোধূলি আলাপ’ (Godhuli Alap)। ধারাবাহিকের টাইম টেবিল অবশ্য জানানো হয়নি। কিন্তু স্টুডিও পাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে ‘গোধূলি আলাপ’ এর জন্যই নাকি চ্যানেলের কোপের মুখে পড়তে হচ্ছে স্নেহাশিস চক্রবর্তীর ব্লুজ প্রোডাকশনের অন্যতম জনপ্রিয় ‘বরণ’কে। বিষয়টিকে নিয়ে কি বলছেন স্নেহাশিস চক্রবর্তী?

boron serial

স্নেহাশিস চক্রবর্তী আনন্দবাজারকে জানালেন, ‘‘আমি কখনও কোনও চ্যানেলের থেকে কাজ চাইনি। চ্যানেল আমায় ডেকে নেয়। আমার কাজ দেখে। একের পর এক জনপ্রিয় ধারাবাহিক উপহার দেওয়ার কারণে। তাই চ্যানেল আমার কোনও ধারাবাহিক চ্যানেল বন্ধ করে দিলেও কারণ জানতে চাই না। এটা সম্পূর্ণ কর্তৃপক্ষের বিবেচনা।’’

ব্লুজ প্রোডাকশনের কর্ণধারের কথায় এর আগেও এমন বহু ধারাবাহিকই মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে। তাই ধারাবাহিক কেন বন্ধ হল সেই নিয়ে তিনি কৌতুহলী নন। ধারাবাহিক বন্ধের খবর নিয়ে টিআরপি নিয়েও উঠছে প্রশ্ন। অন্যান্য ধারাবাহিকের কাছে টিআরপিতে এঁটে উঠতে না পেরেই কি শেষমেশ বন্ধের মুখে ‘বরণ’? এই দাবি অবশ্য মানতে চান না পরিচালক।

পরিচালকের দাবি ‘দিদি নাম্বার ওয়ান’ এর ৭ বছরের রেকর্ড ভেঙে নিজেকে প্রমাণ করেছে ‘বরণ’। শোনা যাচ্ছে ২০শে মার্চ ধারাবাহিকের শেষ সম্প্রচার হবে। পুরনো ধারাবাহিক বন্ধের বিষয়ে তিনি জানান,‘‘এ রকম কোনও খবর আমি জানি না। পুরোটাই চ্যানেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত। তাই বিষয়টি নিয়ে কিছু বলার নেই। আগামী কাল রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি বছরের মতো ছোট পর্দার শিল্পী-কলাকুশলীদের বিশেষ সম্মান দেওয়া হবে। সেই আয়োজনেই ব্যস্ত।’’