সেরা তিনেও নেই মিঠাই, ‘ধূলোকণা’র ঝড়ে টিআরপি তালিকায় ব্যাপক রদবদল

গত সপ্তাহের টিআরপি (TRP) তালিকায় ফের অভাবনীয় পরিবর্তন চোখে পড়ছে। মন খারাপ হয়ে গেল মিঠাই (Mithai) ভক্তদের। বিগত তিন সপ্তাহ ধরে টপারের আসন হাতছাড়া। তবুও সেরা তিনে জায়গা ধরে রাখতে পেরেছিল মিঠাই। তবে গত সপ্তাহে এক ধাক্কায় সেরা তিন থেকে ছিটকে গেল মিঠাই রানী। ৪ নম্বরে স্থান পেয়েছে মিঠাই। অন্যান্যবারের মত এবারেও সেরার সেরা গাঁট ছড়া (Gantchhora)। অন্যদিকে ধূলোকণাও (Dhulokona) এই সপ্তাহে ভাল ফল করেছে।

গাঁট ছড়া গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে নম্বর কিছুটা বাড়িয়ে নিয়েছে। স্টার জলসার এই ধারাবাহিক এই সপ্তাহে ১০.৩ নম্বর পেয়েছে। খড়ির চেষ্টায় রাহুলের কীর্তিকলাপ ফাঁস হওয়ার মুখে। কাজেই এই সপ্তাহেও ধারাবাহিকের থেকে চমকের অপেক্ষা করছেন নেটিজেনরা। অন্যদিকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ধূলোকণা। স্টার জলসার এই ধারাবাহিক ৯.৩ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

তৃতীয় স্থানও দখল করে নিয়েছে স্টার জলসা। সেরা তিনের লড়াইয়ে আলতা ফড়িং ৯.১ নম্বর পেয়ে এগিয়ে গিয়েছে তৃতীয় স্থানে। আলতা ফড়িংয়ের পরে রয়েছে মিঠাইয়ের স্থান। ৮.৬ নম্বর পেয়ে চতুর্থ হয়েছে জি বাংলার টপার। পঞ্চম এবং ষষ্ঠ স্থানও গেল স্টার জলসারই দখলে। পঞ্চম স্থানে রয়েছে আয় তবে সহচরী। প্রাপ্ত নম্বর, ৮.৩। ষষ্ঠ স্থান দখল করেছে স্টার জলসার দুটি ধারাবাহিক।

স্টার জলসার অনুরাগের ছোঁয়া এবং মন ফাগুন ৮.১ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। সপ্তম স্থান দখল করেছে জি বাংলার দুটি ধারাবাহিক। লক্ষ্মী কাকিমা সুপারস্টার এবং নতুন ধারাবাহিক গৌরী এলো ৭.৯ নম্বর পেয়েছে। দুটি ধারাবাহিকেরই স্থান রয়েছে সপ্তমে। জি বাংলার নতুন ধারাবাহিক গৌরী এলোর সবেমাত্র সম্প্রচার শুরু হয়েছে। প্রথম সপ্তাহে টিআরপিতে সেরা দশে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।

অষ্টম স্থানে রয়েছে স্টার জলসার খুকুমণি হোম ডেলিভারি। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৫। নবম এবং দশম স্থান দখল করেছে জি বাংলা। জি বাংলার উমা ৭.২ নম্বর পেয়ে নবম স্থানে এবং ৬.৯ নম্বর পেয়ে পিলু দশম স্থানে রয়েছে।