স্টার জলসার মহালয়ায় দেবী দূর্গার ১০ রূপে ১০ নায়িকা, কে হলেন মহিষাসুর

মাঝে একমাত্র হাতেগোনা সাতটা দিন বাকি। ২৫ শে সেপ্টেম্বর, আসছে মহালয়ার (Mahalaya) শুভক্ষণ। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হবে ওইদিন। দিনটা বাঙালিদের জন্য দারুণ স্পেশাল। সারারাত জেগে বাঙালি প্রতিদিন নটা-দশটায় ঘুম থেকে উঠলেও বছরে অন্তত একদিন মহালয়াতে ভোরে উঠতেই হবে।

ভোর ৪ টেয় উঠে রেডিওতে মহিষাসুরমর্দিনী শুনেই ভোর ৫ টায় টিভি খুলে বসে পড়ার রেওয়াজ বাঙালি এখনও চালু রেখেছে। মহালয়ার ভোরে অনুষ্ঠানের সম্প্রচারের জন্য বাংলা চ্যানেলগুলো আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল। স্টার জলসা (Star Jalsha) এইবার টলিউডের কোনও নায়িকাকে দিয়ে নয়, চ্যানেলের নিজস্ব নায়িকাদেরই দেবী দুর্গার নানা রূপে তুলে ধরছে।

চ্যানেলে তরফ থেকে শেয়ার করা প্রোমো থেকে আগেই জানা গিয়েছিল এইবার দেবী দুর্গা রূপে থাকছেন ‘মোহর’, ‘এক্কাদোক্কা’ খ্যাত অভিনেত্রী সোনামণি সাহা। এছাড়াও চ্যানেলের অন্যান্য ধারাবাহিকের নায়িকারাও মহামায়ার নানা রূপে ধরা দিয়েছেন। ‘গাঁট ছড়া’র খড়ি ওরফে অভিনেত্রী সোলাঙ্কি রায় আদ্যাশক্তি রূপে ধরা দিয়েছেন।

আলতা ফড়িংয়ের নায়িকা ফড়িং অর্থাৎ খেয়ালী মন্ডল হয়েছেন মা চন্ডিকা। ‘গুড্ডি’ ধারাবাহিকের নায়িকা শ্যামৌপ্তি মুদুলি মা বৈষ্ণবী চরিত্রে অভিনয় করছেন। কৃষ্ণকলি ধারাবাহিকের নায়িকা তিয়াসা লেপচা দেবী বৈষ্ণবী চরিত্রে অভিনয় করবেন। ‘গোধূলি আলাপ’ এর নোলক অর্থাৎ সোমু সরকার রয়েছেন ব্রাহ্মণী রূপে।

দেবী দুর্গার রূপ মা ঐন্দ্রীর ভূমিকা নিয়েছেন ‘নবাব নন্দিনী’ ধারাবাহিকের নায়িকা ইন্দ্রানী পাল। ‘অনুরাগের ছোঁয়া’র নায়িকা দীপা অর্থাৎ অভিনেত্রী স্বস্তিকা ঘোষ রয়েছেন মা চামুন্ডার ভূমিকায়। আর মা পার্বতীর ভূমিকায় দেখা যাবে ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকের নায়িকা দেব চন্দ্রিমা সিংহ রায়কে। ‘বৌমা একঘর’ ধারাবাহিকের নায়িকা সুস্মিতা দে দেবী নারসিংহীর ভূমিকায় রয়েছেন। ‘ধুলোকণা’ ধারাবাহিকের নায়িকা মানালি দে হয়েছেন দেবী যোগমায়া।

এ তো গেল নায়িকাদের কথা, স্টার জলসার নায়করাও কিন্তু এবারের মহালয়ার অনুষ্ঠান কাঁপিয়ে দেবেন। বিষ্ণু চরিত্রে অভিনয় করছেন ‘অনুরাগের ছোঁয়া’র নায়ক সূর্য ওরফে দিব্যজ্যোতি দত্ত। মহাদেব হয়েছেন ‘গঙ্গারাম’ ওরফে অভিষেক বসু। ইন্দ্র চরিত্রে অভিনয় করছেন ‘আলতা ফড়িং’য়ের অভ্র অর্থাৎ অর্ণব ব্যানার্জি। আর মহিষাসুর হয়ে সবাইকে চমকে দিয়েছেন অভিনেতা সৌরভ দাস।