

স্টার জলসার (Star Jalsha) ২ পুরনো জনপ্রিয় ধারাবাহিক ‘মোহর’ (Mohor) এবং ‘খড়কুটো’ (Khorkuto) বর্তমানে দুপুরের স্লটে দেখছেন দর্শকরা। এই দুই ধারাবাহিকে অভিনয় করতেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। সদ্য প্রয়াত হয়েছেন তিনি। ৫৭ বছর বয়সে অভিনেতার মৃত্যুতে এখনও শোকোস্তব্ধ টলিউড। ধারাবাহিকে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতেন তিনি। তার মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে শুটিং সেটেও।
অভিষেকের মৃত্যুর পর তার অভিনীত চরিত্র দুটিতে কে অভিনয় করবেন সেই নিয়ে দর্শক মহলে জল্পনা চলছিল। অবশেষে ম্যাজিক মোমেন্টসের কর্ণধার লীনা গাঙ্গুলী জানিয়ে দিয়েছেন ধারাবাহিকে তার পরিবর্তে নতুন মুখ আনা হচ্ছে না। এদিকে ‘মোহর’ ধারাবাহিকের যাত্রাও শেষ করার কথা ভাবছে চ্যানেল। অন্যদিকে ‘খড়কুটো’তেও এল বড় পরিবর্তন।
অভিষেকের মৃত্যুর পর তার অভিনীত দুই ধারাবাহিকেরই ভাগ্য পরিবর্তিত হচ্ছে। ‘মোহর’ বন্ধের মুখে, অন্যদিকে ‘খড়কুটো’রও টাইম স্লট বদলে যাচ্ছে। উল্লেখ্য, মোহরের শেষ দিনের শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামী ৩রা এপ্রিল ধারাবাহিকের শেষ সম্প্রচার হবে বলে জানা গিয়েছে। মোহর বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই ‘খড়কুটো’র সময় পরিবর্তনের কথা ঘোষণা করে দিল চ্যানেল। আগামী সোমবার থেকে নতুন সময়ে দেখবেন খড়কুটো।
অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর ‘মোহর’ এবং ‘খড়কুটো’তে নতুন কোনও পরিবর্তন আনতে চাইছেন না নির্মাতারা। দুই ধারাবাহিকেই আপাতত অভিষেকের চরিত্রের উপস্থিতি থাকবে না। মোহরের শেষদিনের শুটিংয়ের সেলিব্রেশনে ধারাবাহিকের কলাকুশলীরা যখন কেক কেটে সেলিব্রেশন করছিলেন, অভিষেকের ছবিও তখন পাশেই রেখেছিলেন তারা। অন্যদিকে ‘খড়কুটো’তেও গুনগুনের ড্যাডি চরিত্রের অস্তিত্ব থাকবে না।
এদিকে ‘খড়কুটো’ ধারাবাহিকের গুনগুন ওরফে তৃণা সাহাও সিনেমার পর্দায় অভিনয়ের সুযোগ পেয়েছেন। অতএব ধারাবাহিক থেকে কিছুদিনের বিরতি নিতে পারেন তিনি। সেক্ষেত্রে নায়িকার অভাবে ধারাবাহিক বন্ধ হয়ে যেতে পারে কিনা সেই নিয়েও সন্দেহ দেখা দিয়েছে দর্শকদের মনে। ধারাবাহিকের স্লট পরিবর্তন করে চ্যানেল অবশ্য আশ্বস্ত করল এখনই ‘খড়কুটো’ বন্ধ হচ্ছে না। আগামী ১৮ এপ্রিল থেকে দুপুর ২টো থেকে অর্থাৎ মোহরের সময়ে ‘খড়কুটো’ সম্প্রচার হবে।
View this post on Instagram