কলকাতায় আসছেন শ্রেয়া ঘোষাল, কবে কোথায় ও টিকিটের দাম কত? জেনে নিন বিস্তারিত

সংগীত জগতে যে বাঙালিরা নিজেদের প্রতিভার ছাপ রেখেছেন তাদের মধ্যে অন্যতম হলেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। রূপে গুণে লক্ষ্মী শ্রেয়া এই মুহূর্তে সব থেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত মহিলা গায়িকা। বলিউড (Bollywood) তো বটেই, ইতিমধ্যেই ভারতের প্রায় ১৫টি ভাষায় তিনি গান গেয়েছেন তিনি। এবার কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে শ্রেয়া ঘোষালের সংগীত সন্ধ্যা। কলকাতায় শো করতে আসছেন শ্রেয়া ঘোষাল, কবে, কখন, কোথায় রয়েছে অনুষ্ঠান? টিকিটের দাম কত? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

জন্ম ১৯৮৪ সালের ১২ মার্চ। মাত্র ৪ বছর বয়স থেকেই সংগীতের তালিম নিতে শুরু করেন শ্রেয়া। জি টিভির সারেগামাপা নামক একটি রিয়ালিটি শো তে অংশগ্রহণ করে বিজয়ী হন তিনি, তখন থেকেই তিনি শুরু করেন তার সংগীত জগতের জয়যাত্রা। ২০০২ সালে ‘ দেবদাস ‘ চলচ্চিত্রে গান গেয়ে বলিউডের যাত্রা শুরু করেন শ্রেয়া।

shreya ghoshal

শ্রেয়া ঘোষালের মোট সম্পত্তির পরিমাণ

২০১৫ সালে শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করে সংসার শুরু করেন শ্রেয়া। বর্তমানে ১ পুত্র সন্তানের গর্বিত পিতা মাতা শ্রেয়া এবং শিলাদিত্য। শ্রেয়ার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৫ মিলিয়ন ডলার।এই মুহূর্তে শ্রেয়া ঘোষাল এক একটি গানের জন্য নিয়ে থাকেন ২৫ লাখ টাকা। খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে ভারতের সবথেকে দামি মহিলা সংগীত শিল্পী হলেন তিনি।

Shreya Ghoshal Concert in Kolkata

প্রাণের শহর কলকাতায় আসতে চলেছেন শ্রেয়া ঘোষাল। আগামী ২ই ডিসেম্বর শ্রেয়া ঘোষালের মিউজিক্যাল নাইটস অনুষ্ঠিত হবে কলকাতায় নিকো পার্কের বিগ লনে। অল হার্টস টুর, শুরু করতে চলেছেন শ্রেয়া আর শুরুটা হতে চলেছে কলকাতার হাত ধরে। কলকাতার পরেই তিনি চলে যাবেন কোচি, পুনে ম্যানচেস্টার এবং লন্ডনে। কিন্তু কোথায় হতে চলেছে এই শো?

shreya ghoshal

Shreya Ghoshal Concert Ticket Price

১০০০ টাকা থেকে শুরু হতে চলেছে টিকিটের দাম। অনলাইনে এবং অফলাইন দুভাবেই আপনি টিকিট করতে পারবেন। অফলাইনে নিকো পার্কে গিয়ে আপনাকে টিকিট বুক করতে হবে এবং অনলাইনে বুকিং করতে পারবেন https://www.shreyaghoshal.com/, https://in.bookmyshow.com/, https://insider.in/ওয়েবসাইটের মাধ্যমে। সাধারণত শ্রেয়া ঘোষালের লাইভ পারফরমেন্সের টিকিট মূল্য ৭৪৯ টাকা থেকে শুরু করে ১৪৯৯, ২৪৯৯ থেকে ৩৯৯৯ টাকা পর্যন্ত হয়।

আরও পড়ুন : শুধু ভারতেই নয়, বলিউডের এই ৫ সংগীতশিল্পীকে স্যালুট করে গোটা বিশ্ব

shreya ghoshal

আরও পড়ুন : লতা মঙ্গেশকরকে টেক্কা দিয়ে নতুন রেকর্ড গড়ে ফেললেন শ্রেয়া ঘোষাল

আগামী ২ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠানের পর তিনি ৯ ডিসেম্বর পুনেতে রাখবেন অল হার্টস টুর অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এরপর আগামী বছর ৯ই ফেব্রুয়ারি লন্ডন এবং ২৪ ফেব্রুয়ারি ম্যানচেস্টারে শো করবেন গায়িকা। মার্চে দোহা এবং সিঙ্গাপুরেও শো করার কথা আছে। তবে আপাতত কলকাতার এই অনুষ্ঠান নিয়ে ভীষণ উত্তেজিত শ্রেয়া ঘোষাল কারণ হাজার হোক তিনি একজন বাঙালি শিল্পী।