বাংলার গর্ব! লতা মঙ্গেশকরকে টেক্কা দিয়ে নতুন রেকর্ড গড়ে ফেললেন শ্রেয়া ঘোষাল

জাতীয় মঞ্চে গর্বিত বাংলা! লতা মঙ্গেশকরের রেকর্ড ভেঙে ফেললেন শ্রেয়া ঘোষাল

69th National Film Awards 2023 : বাঙালি গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) আজ গোটা দেশের মানুষের প্রিয় গায়িকা। শুধু বাংলা নয়, তিনি গোটা ভারতের গর্ব। গোটা বিশ্বেও তার অসংখ্য অনুরাগী রয়েছেন। শ্রেয়া ঘোষাল তার গানের জন্য বহু পুরস্কার পেয়েছেন। এক নয়, একাধিকবার জাতীয় পুরস্কার  পেয়েছেন তিনি। এই বছর আয়োজিত ৬৯তম জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তিনি পেলেন সেরার সেরা সম্মান। ভেঙে দিলেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) -র রেকর্ড।

National Film Awards 2023

৬৯ তম জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জুরির তরফ থেকে শ্রেয়া ঘোষালকে এই বছর সেরা গায়িকা হিসেবে নির্বাচন করা হয়। ‘ইরাভিন নিজহল’ সিনেমাতে ‘মায়াবা ছায়াভা’ গানের জন্য তিনি সেরা মহিলা সঙ্গীত শিল্পী হিসেবে পুরস্কার পেয়েছেন। এই ঘোষণা হওয়ার পরপরই সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছার বন্যা বয়ে যায় শেয়ার জন্য। বিশেষ করে শ্রেয়ার অনুরাগীরা তো খুবই খুশি।

SHREYA GHOSHAL

২০০০ সালের ‘দেবদাস’ (Devdas) ছবিতে গান গেয়ে প্রথমবার প্লেব্যাক সিঙ্গার হিসেবে তার যাত্রা শুরু হয় বলিউড দুনিয়াতে। ‘বেইরি পিয়া’ (Bairi Piya) গান গাওয়ার কারণে তিনি প্রথমবার জাতীয় পুরস্কার পান। তারপর থেকে শ্রেয়া অসংখ্য ছবিতে গান গেয়েছেন। তার গাওয়া গান তাকে বহুবার পুরস্কার এনে দিয়েছে। একবার, দুবার নয়, টানা পাঁচবার তিনি জাতীয় পুরস্কার জিতেছেন।

২০০০ সালের পর ‘পেহেলি’ সিনেমার ‘ধীরে জ্বলনা’, ‘জব উই মেট’ সিনেমার ‘ইয়ে ইশক হায়ে’ এর জন্য তিনি জাতীয় পুরস্কার পান। ২০১০ সালে বাংলা সিনেমা ‘অন্তহীন’ -এর ফেরারি মন ও মারাঠি ছবি ‘জোগভা’র ‘জিব দংলা’ গান গেয়ে তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন। তারপর মাঝে টানা ১৩ বছরের বিরতি। ১৩ বছর পর এই বছর আবারও তার হাতে উঠলো জাতীয় পুরস্কার।

SHREYA GHOSHAL

Shreya Ghoshal Wins 5th National Award

কেরিয়ারের শুরু থেকে এ পর্যন্ত পাঁচবার জাতীয় পুরস্কার নিজের ঝুলিতে ভরে ফেললেন শ্রেয়া ঘোষাল। এর সঙ্গে তিনি ভারতবর্ষে সবথেকে বেশিবার জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা হিসেবে নতুন রেকর্ড করে ফেললেন। তিনি তার এই পুরস্কার জয়ের মাধ্যমে লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে থেকে অলকা ইয়াগ্নিকদের মত বড় বড় কিংবদন্তি গায়িকাদের পিছনে ফেলে দিয়েছেন। নিঃসন্দেহে এটা শেয়ার কেরিয়ারের অন্যতম বড় প্রাপ্তি।

SHREYA GHOSHAL

আরও পড়ুন : বিশ্বমঞ্চে বাংলার জয়জয়কার, বাঙালি তারকাদের হাত ধরে একের পর এক পুরস্কার পেল বাংলা

লতা মঙ্গেশকর তার দীর্ঘ গানের কেরিয়ারে তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন। আশা ভোঁসলে ২ টি জাতীয় পুরস্কার পেয়েছেন। আর অলকা ইয়াগ্নিকও ২ বার জাতীয় পুরস্কার জিতেছিলেন। এই তালিকায় সবার আগে এগিয়ে রয়েছেন শ্রেয়া। তাও মাত্র ২৩ বছরের কর্মজীবনে তিনি এতবার জাতীয় পুরস্কার জিতে নিলেন। ভবিষ্যতেও তিনি এভাবেই বাংলা তথা ভারতের মুখ উজ্জ্বল করবেন, এমনটাই আশা করেন ভক্তরা।

আরও পড়ুন : শ্রেয়া নয়, অরিজিতও বাদ, বলিউডের সবথেকে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত গায়ক কে জানেন?