জাতি-ধর্ম নিয়ে রাজনীতি! রাজনৈতিক নেতাদের ধুয়ে দিলেন শাহরুখ খান

Jawan Dialogue : দেশজুড়ে ‘জওয়ান’ (Jawan) ঝড়। ‘জওয়ান’ জ্বরে কাবু গোটা বঙ্গ। শাহরুখ ভক্তদের উদযাপনে প্রেক্ষাগৃহে তুমুল ভিড়। নাচতে নাচতেই ‘জওয়ান’ দেখতে ঢুকছেন শাহরুখ খান (Shah Rukh Khan) -র অনুরাগীরা। প্রায় প্রতিটি প্রেক্ষাগৃহে হাউসফুল ‘জওয়ান’। আর তার মধ্যে এই বলিউড (Bollywood) সিনেমায় শাহরুখের ভোট নিয়ে একটি ডায়লগ খুব ভাইরাল হয়েছে। বলা বাহুল্য এই ডায়লগ সাধারণ মানুষের মনে বিশেষ ভাবে দাগ কেটেছে। চলুন জেনে নিই ডায়লগটির প্রসঙ্গে।

অ্যাটলি কুমার পরিচালিত এই ছবি নিয়ে গত কয়েকদিন ধরেই উচ্ছ্বাস তুঙ্গ ৷ বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর তিলোত্তমা নগরীতে ভোর পাঁচটায় ‘জওয়ান’-এর প্রথম শো হাউসফুল। বেলা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে অনুরাগীদের ভিড়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে ‘জওয়ান’র রিভিউ-তে। ভিডিও থেকে শুরু করে নানা ধরণের পোস্টে ভরে উঠেছে সমাজ মাধ্যমের পাতা।

JAWAN

আর সেই সমাজ মাধ্যমের পোস্ট থেকেই জানা গেছে এই ছবিতে শাহরুখের বলা একটি বিশেষ ডায়লগ দর্শকদের খুব ভালো লেগেছে। আসলে এই ছবির শেষে শাহরুখ তার মুখোশ খুলে ফেলে লাইভে এসে এক বিশেষ বার্তা দেন। তার এই বার্তাটি ছিলো পুরোটাই রাজনৈতিক প্রসঙ্গকে কেন্দ্র করে। যা দর্শকদের পাশাপাশি অনেকে রাজনৈতিক ব্যাক্তিত্বের মতাদর্শের সঙ্গে মিলও খুঁজে পেয়েছে।

আসলে জওয়ান ছবিতে সরকার এবং সমাজের কালো দিক তুলে আনা সত্যি বাহবা যোগ্য। চিকিৎসা ব্যবস্থার দুরবস্থা, কৃষক আত্মহত্যা সহ একাধিক জ্বলন্ত সমস্যাকে তুলে ধরা হয়েছে জওয়ান ছবিতে। গল্পের মোড়কে দুর্দান্ত একটি মেসেজ দেওয়া হয়েছে এখানে।  আর তার সঙ্গে ভোট নিয়ে একটি বার্তাও দেন কিং খান।

অভিনেতার চরিত্রটি এই ছবিতে বলেন,’কেউ ধর্ম বা জাতির নামে ভোট দেবেন না। আমরা যেখানে সবাই সামান্য চাল ডাল কিনতে গেলে পরখ করে নিই সেখানে ভোটের আগে কেন ভাবি না, কেন পরখ করি না? আপনারা ভোট দেওয়ার আগে ভোট প্রার্থীদের প্রশ্ন করবেন যে তারা আগামী ৫ বছর কী করবেন নাগরিকদের জন্য? তারা কি স্বাস্থ্য ব্যবস্থা ভালো করবেন? চাকরির ব্যবস্থা করবেন? তিনি সোজাসুজি দর্শক তথা ভারতীয় নাগরিকদের দিকে আঙুল উঁচিয়ে প্রশ্নগুলি করেন।

আরও পড়ুন : লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার দিন শেষ! অনলাইনে ফাঁস হল ‘জওয়ান’

সামনেই লোকসভা নির্বাচন। আর তার প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে। আর এসবের মধ্যেই শাহরুখ খানের বলা এই বিশেষ ডায়লগ দর্শকদের মনে দাগ কেটে গেছে। এমনকি এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় সকলেই তুমুল প্রশংসা করছেন কিং খানের। এক ব্যক্তি লিখেছেন,’সবে জওয়ান দেখে বেরোলাম, কী বলি। দুর্নীতি থেকে ভোটিং সবটা নিয়ে এভাবে কথা বলার জন্য ধন্যবাদ।’ আরেকজন ব্যাক্তি জানিয়েছেন,’ভারতীয় ভোটিং সিস্টেম নিয়ে শাহরুখের ডায়লগটা সেরা।’

আরও পড়ুন : পাঠান তো বাচ্চা! ‘জওয়ানে’র প্রথম দিনের কালেকশনে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ