ভারতের গর্ব শাহরুখ খান, প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে কিং খান পেলেন এই সম্মান

চার বছর বাদে আবার বড় ব্যানারে বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। সামনেই মুক্তি পেতে চলেছে তার ছবি ‘পাঠান’। ‘পাঠান’ মুক্তির খবর আসতেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে উঠেছে ঝড়। শাহরুখের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে বয়কট দল। যেকোনওভাবে ‘পাঠান’ বয়কট করে শাহরুখের ছবির সুপার ফ্লপ করতে তৎপর একদল মানুষ। তবে রুখতে চাইলেও কি আর ‘বাদশা’কে আটকানো যায়?

সোশ্যাল মিডিয়াতে শাহরুখ এবং তার ছবির বিরুদ্ধে সোচ্চার একদল মানুষ। বয়কটের চোখ রাঙানি তো রয়েইছে, সেই সঙ্গে প্রতিনিয়ত তাকে শুনতে হয় পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার হুমকি! তবে সেই শাহরুখের জন্যই আজ গর্বিত গোটা দেশ। শাহরুখ খানের জন্য শুধু বলিউড নয়, ভারতবর্ষকেও চিনেছে গোটা দুনিয়া। বলিউড বাদশা এবার অনন্য এক নজির স্থাপন করলেন। তার জন্যই বিশ্বমঞ্চে উজ্জ্বল হল ভারতের নাম।

সম্প্রতি এম্প্যায়ার ম্যাগাজিনের তরফ থেকে বিশ্বের সর্বকালের সেরা ৫০ জন অভিনেতা এবং অভিনেত্রীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে উঠে এসেছে শাহরুখের নাম। অর্থাৎ ভারতবর্ষের মধ্য থেকে কেবল কিং খানই এই তালিকায় নিজের নাম তুলতে পেরেছেন। গোটা বিশ্বের একাধিক কিংবদন্তি অভিনেতার মধ্যে নাম রয়েছে শাহরুখেরও।

মার্লোন ব্র্যান্ডো, টম হ্যাঙ্কস, কেট উইন্সলেটের মত একাধিক জনপ্রিয় তারকার নাম রয়েছে এই তালিকায়। তাদের মধ্যে শাহরুখের নাম থাকাটা সত্যিই অভিনব ব্যাপার। প্রতিবেদনে প্রকাশিত এই তালিকায় শাহরুখের অভিনীত বেশ কিছু আইকনিক চরিত্রের উল্লেখ রয়েছে। এরমধ্যে ‘দেবদাস’ ছবির দেবদাস মুখার্জী, ‘কুছ কুছ হোতা হে’-এর রাহুল খান্না, ‘স্বদেশ’ ছবির মোহন ভার্গব, ’মাই নেম ইজ খান’-এর রিজওয়ান খানের চরিত্রের উল্লেখ রয়েছে।

ভারতবর্ষের একজন গুণী অভিনেতা হিসেবে শাহরুখ খান গর্বিত করেছেন গোটা দেশকে। সোশ্যাল মিডিয়াতে যেভাবে ‘পাঠান’ সম্পর্কে বিতর্ক বাড়ছে তাতে এই খবর সত্যিই অনেক গুরুত্বপূর্ণ। সিনেমার নাম থেকে শুরু করে রোমান্টিক গানে নায়িকা দীপিকা পাড়ুকোনের পোশাক, শাহরুখ-দীপিকার রোমান্স দেখে চোখ রাঙ্গাচ্ছেন একদল মানুষ। শাহরুখের কুশপুতুল জ্বালানো হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়।

পাঠানের ‘বেশরম রং’ গানে দীপিকা গেরুয়া রঙের বিকিনি পরায় রুষ্ট হয়েছেন একদল নেটিজেন। ‘বয়কট পাঠান’ ট্রেন্ড তো ছিলই আগে, এখন আরও জোরদার হচ্ছে এই দাবি। আগামী ২৬শে জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘পাঠান’। চার বছর পর শাহরুখ খান আবার ফিরছেন তাই ভক্তদের মনে উৎসাহের পারদ ক্রমশ চড়ছে।