মুসলিম নন, শাহরুখ আসলে হিন্দু? বলিউড ‘বাদশা’র নাম জানলে চমকে যাবেন

Riya Chatterjee

Updated on:

বলিউডের (Bollywood) বাদশা তিনি। তার ফ্যান বেস এই মুহূর্তে বলিউডের অন্যান্য সব তারকাদের থেকে অনেক গুনে বেশি। করোনার পর থেকে বড় বড় তারকাদের নিয়ে বানানো বলিউডের বেশিরভাগ ছবি যেখানে মার খাচ্ছে সেখানে শাহরুখ খান (Shah Rukh Khan) একাই হাজার কোটি টাকার ব্যবসা করে দেখিয়ে দিলেন কিং ইস ব্যাক। ইসলাম ধর্মাবলম্বী এই অভিনেতাকে হিন্দু-মুসলিম-শিখ-খৃষ্টান নির্বিশেষে সকলেই পাগলের মত ভালবাসেন।

অথচ এই ভালবাসার খাতিরেই একবার বেজায় বিপাকে পড়তে হয়েছিল শাহরুখ খানকে। সকলেই জানেন শাহরুখ খান বিয়ে করেছেন পাঞ্জাবি পরিবারের মেয়ে গৌরীকে। মুসলিম হয়ে ভিন ধর্মাবলম্বী একটি মেয়েকে ভালবাসা এবং তাকে বিয়ে করা আজ থেকে ৩০ বছর আগে ছিল আরও কঠিন। ঠিক সেই কারণেই হিন্দু পরিচয় নেন শাহরুখ খান।

SHAH RUKH KHAN AND GOURI KHAN

গৌরী এবং শাহরুখ যখন বিয়ে করার সিদ্ধান্ত নেন তখন শাহরুখের বয়স ছিল ২৬ বছর এবং গৌরীর বয়স ছিল মাত্র ২১ বছর। ওই সময় ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করছেন শাহরুখ। তার উপর আবার তিনি মুসলিম ধর্মাবলম্বী। গৌরী খুব ভাল করেই জানতেন শাহরুখকে সহজে জামাই হিসেবে মেনে নেবেন না তার বাবা-মা। গৌরীর বাবা-মাকে রাজি করাতে খুবই শিশুসুলভ একটি কান্ড ঘটিয়ে বসেন তারা।

মুসলিম ছেলের সঙ্গে যেহেতু বিয়েতে আপত্তি ছিল গৌরীর পরিবারের তাই শাহরুখকে হিন্দু ছেলে সাজিয়ে বাবা মায়ের সামনে উপস্থাপন করেন গৌরী। হিন্দু ছেলে হিসেবে ‘অভিনব’ নাম নিয়ে শাহরুখ গৌরীর বাবা-মায়ের সঙ্গে দেখা করেছিলেন। বাবা-মা যাতে রাজি হয়ে যান সেই কারণেই এমনটা করেছিলেন তারা। যদিও বাবা-মায়ের কাছে ধরা পড়ে গিয়েছিলেন তারা।

SHAH RUKH KHAN AND GOURI KHAN

পরে এই বিষয়ে মুখ খোলেন গৌরী নিজেই। শাহরুখ এবং গৌরীর বিয়ের পর শোনা যায় গৌরীকে নাকি ধর্ম পরিবর্তন করতে হয়েছিল। এমনকি তাকে নাকি অন্য নামও নিতে হয়েছে। যদিও শাহরুখ এবং গৌরী অবশ্য সেটা অস্বীকার করেন। আসলে ভিন ধর্মের হলেও বলিউডের এই তারকা জুটি একে অপরের ধর্মকে খুব সম্মান করে।

SHAH RUKH KHAN AND GOURI KHAN

শাহরুখ খানের বাড়িতে যেমন ধুমধাম করে ঈদের উদযাপন হয়, ঠিক একইভাবে দিওয়ালিতেও সেজে ওঠে তাদের বাড়ি ‘মান্নত’। বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে অনেক আদরযত্ন পেয়েছেন শাহরুখ। অল্প বয়সে বাবা-মাকে হারিয়েছিলেন বলিউডের বাদশা। গৌরীর বাবা-মা তার তাদের ভালবাসা দিয়ে তার সেই অভাব পূরণ করে দেন।