টলিউড-বলিউড নায়িকাদের পেছনে ফেলে দাদাসাহেব পুরস্কার জিতলেন সাঁওতালি অভিনেত্রী, পেলেন শ্রেষ্ঠ অভিনেত্রীর খেতাব

২০২২ সালে সদ্য আয়োজিত হয়েছিল ১২ তম দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসব (Dadasaheb Phalke Film Festival)। এই উৎসবে বিনোদন দুনিয়ার তারকাদের হাতে উঠেছে পুরস্কার। এই অনুষ্ঠান মঞ্চেই সাঁওতালি (Santali Actress) ভাষার অভিনেত্রী তথা গায়িকা ডগর টুডু (Dagar Tudu) সেরা অভিনেত্রী (Best Actress Award) হিসেবে পেলেন দাদাসাহেব ফালকে পুরস্কার। সাঁওতালি সিনেমা জগতে অবদানস্বরূপ তিনি এই পুরস্কার পেয়েছেন।

সাঁওতালি বিনোদনের দুনিয়াতে অভিনেত্রী এবং গায়িকা হিসেবে পরিচিত ডগর টুডু। তার সম্পূর্ণ নাম ডগরমুনি টুডু। পুরুলিয়ার মানবাজার ১ নং ব্লকের বাসিন্দা তিনি। মাত্র ১২ বছর বয়সেই তার অভিনয়ে হাতে খড়ি হয়। এরপর ধীরে ধীরে বিনোদন দুনিয়াতে তার নাম ছড়াতে থাকে। বর্তমানে তিনি সাঁওতাল চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী এবং গায়িকা হিসেবে পরিচিত।

Dagar Tudu

ডগর টুডু এতদিনে সাঁওতালি মাধ্যমে একাধিক পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। পাশাপাশি তার গাওয়া বেশ কিছু জনপ্রিয় গানও রয়েছে। তিনি সাঁওতালি ভাষাতে নিজে গান লেখেন ও তাতে সুর দেন‌। একাধিক সাঁওতালি ভাষার ছবি এবং ভিডিওতে তিনি কাজ করেছেন। সাঁওতালি বিনোদন জগতে তার অনেক নামডাক রয়েছে।

Dagar Tudu

বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে সাঁওতালি ভাষায় স্নাতকোত্তরের পড়াশোনাও করেছেন এই অভিনেত্রী। এছাড়াও একাধিক সমাজসেবামূলক কাজের সঙ্গে তিনি জড়িত। একাধিক গুণের অধিকারী ডগর টুডু দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হলেন সদ্য। তার গুণকে কদর দিয়ে তার হাতে উঠল সেরা অভিনেত্রীর পুরস্কার। এই খবরে দারুণ খুশি অভিনেত্রীর ভক্তরা।

ডগর টুডু প্রমাণ করেছেন শুধু রূপ দিয়ে নয়, গুণের বিচারে তিনি টলিউড এবং বলিউডের নায়িকাদের সমান সমান টক্কর দিতে পারেন। সংবাদমাধ্যমের শিরোনামে দখল করে নিলেন সাঁওতালি ছবি দুনিয়ার এই অভিনেত্রী। তার প্রশংসায় পঞ্চমুখ সকলে।