কারা হলেন আনন্দলোক পুরস্কার ২০২২-এর বিজেতা, রইলো সম্পূর্ণ তালিকা

বিনোদনের দুনিয়াতে অবদানের স্বীকৃতি হিসেবে মাঝেমধ্যেই বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি দুনিয়াতে পারফরম্যান্সের বিচারে শ্রেষ্ঠ পুরস্কার জিতে নেন তারকারা। এই যেমন সদ্য আনন্দলোক অ্যাওয়ার্ড ২০২২ (Anandalok Award 2022) অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড, ঢালিউড এবং বলিউডের নামজাদা তারকারা। বাংলা, হিন্দি এবং বাংলাদেশী নায়ক-নায়িকাদের হাতে উঠল পুরস্কার।

কলকাতা শহরের একটি পাঁচতারা হোটেলে আনন্দলোক অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান থেকে শুরু করে বলিউডের রবীনা ট্যান্ডনরা এই মঞ্চ থেকে পুরস্কার পেয়েছেন। অতনু ঘোষের ‘বিনি সুতোয়’ ছবির জন্য সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন বাংলাদেশের নায়িকা জয়া আহসান। টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন।

অন্যদিকে হিন্দি ওয়েব সিরিজ ‘আরণ্যক’ এ অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মান জিতে নিয়েছেন রবীনা ট্যান্ডন। বলিউডের কিংবদন্তী অভিনেত্রী বৈজয়ন্তিমালা পেয়েছেন লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার। এখানেই শেষ নয় এই তালিকায় টলিউডের অনেক তারকারাও রয়েছেন। বাংলা টেলিভিশন এবং ছবি দুনিয়ার তারকাদের হাতে উঠেছে পুরস্কার।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’ এর জন্য পরমব্রত পেয়েছেন ‘সেরা চলচ্চিত্র’ এবং ‘সেরা চলচ্চিত্র পরিচালক’ এর সম্মান। টেলিভিশন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় ‘করুণাময়ী রানী রাসমণি’র রানী মা চরিত্রের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। ‘মিঠাই’ অভিনেত্রী সৌমিতৃষা, ‘শ্রীময়ী’ অভিনেত্রী ইন্দ্রানী হালদার ও ‘গুনগুন’ তৃণাকে হারিয়ে দিয়েছেন দিতিপ্রিয়া।

অনির্বাণ চট্টোপাধ্যায়ের ‘মন্দার’ একসঙ্গে চারটি পুরস্কার পেয়েছে। সেরা ওয়েব সিরিজ, সেরা অভিনেতা হিসেবে অনির্বাণ চট্টোপাধ্যায়, সেরা অভিনেত্রী হিসেবে সোহিনী সরকার, সেরা নবাগত অভিনেতা দেবাশিষ মন্ডল পুরস্কার জিতে নিয়েছেন। অন্যদিকে ‘শ্রীময়ী’ থেকে জুন আন্টি চরিত্রের জন্য উষসী চক্রবর্তী সেরা খলনায়িকার পুরস্কার পেয়েছেন।