অভিষেকের মৃত্যুর জন্য দায়ী স্টার জলসা, বিস্ফোরক অভিযোগ অভিনেতার স্ত্রী সংযুক্তার

টলিউড (Tollywood) অভিনেতা অভিষেক চ্যাটার্জী (Abhishek Chatterjee) মৃত্যুটা সহজভাবে এখনও মেনে নিতে পারছেন না তার ভক্তরা। মাত্র ৫৭ বছর বয়সেই অভিনেতার মৃত্যু যেন নাড়িয়ে দিয়ে গিয়েছে টলিউডকে। তার পরিবার এখনও শোক সামলে উঠতে পারেনি। প্রাথমিক ধাক্কা সামলে উঠে এখন আফসোসে ভুগছেন অভিনেতার স্ত্রী সংযুক্তা চ্যাটার্জী (Sanjukta Chatterjee)। সঙ্গে স্টার জলসার (Star Jalsha) ‘ইস্মার্ট জোড়ি’র (Ismart Jodi) বিরুদ্ধে রাগ এবং ক্ষোভে ফেটে পড়ছেন তিনি। এই নতুন রিয়েলিটি শোয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন অভিষেক-পত্নী।

চরম অসুস্থতা সত্ত্বেও জোর করে অভিষেককে শুটিং ফ্লোরে আনা হয়েছিল! এমনকি বারবার অনুরোধ করা সত্ত্বেও শো নির্মাতারা তাদের কথা শোনেনি! সম্প্রতি সংযুক্তা হিন্দুস্থান টাইমসের সামনে এই বিস্ফোরক সত্য প্রকাশ করলেন। উল্লেখ্য, যেদিন অভিষেকের মৃত্যু হয় সেদিন ‘ইস্মার্ট জোড়ি’তে সস্ত্রীক শুটিংয়ের জন্য হাজির ছিলেন অভিনেতা। শুটিং ফ্লোরে চরম অসুস্থতার জন্য তাকে বাড়ি ফিরিয়ে আনতে বাধ্য হন সংযুক্তা। সেই দিনটার কথা ভুলতে পারছেন না অভিনেতার স্ত্রী।

শুটিং ফ্লোর থেকে ফেরার কয়েক ঘন্টার মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিষেক। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে নীল রঙের পাঞ্জাবি পরে সংযুক্তা সঙ্গে অভিষেকের একটি গানের দৃশ্যের শেষ পারফরম্যান্সের ভিডিও। তবে সংযুক্তার কথায়, “নীল পোশাকের ওই পারফরম্যান্সটা আমাদের শেষ পারফরম্যান্স নয়। আমাদের যেদিন শ্যুটিংয়ে নিয়ে গিয়েছিল, অভিষেক সেইদিন শ্যুটিং করতে চায়নি, ওকে জোর করে নিয়ে গিয়েছিল। আমি অনুরোধ জানিয়েছিলাম ও পারবে না।”

সংযুক্তা আক্ষেপের সুরে বলেছেন, “ওর খুব কষ্ট হচ্ছিল, ও পারেনি শ্যুটিংটা করতে এতটাই অসুস্থ ছিল। শেষদিন আমি কনের সাজে ছিলাম, ও বরের সাজে ছিল… শ্যুটিংয়ে আসা উচিত হয়নি, আমি বারণ করেছিলাম। ওকে পুরোপুরিভাবে জোর করে আনা হয়েছিল, এটা আমার সত্যিকারের আফসোস। আমি কেন আরও শক্তভাবে রুখে দাঁড়ায়নি? আমি কেন বলিনি- ও আজকে যাবে না আজ. শ্যুটিং করবে না”।

তিনি আরও বলেন, ‘‘আমি ওকে এর মাঝেই একটা সময় ফোন করে ওকে বলেছিলাম আমি আজ ওদের বলেছি শ্যুটিং হবে না। অভিষেক আমাকে বলল একটু আমার করতে চাই গো, আজ শ্যুটিংটা যেন না হয়। তারপর কী যে হল… ওরা গাড়ি পাঠালো। ব্যাপারটা আমি কিছু বুঝে উঠতে পারলাম না’’।

তাহলে কি অসুস্থতা সত্ত্বেও জোর করে শুটিং নিয়ে যাওয়া হয়েছিল অভিষেককে? সাংবাদিকের প্রশ্নের উত্তরে সংযুক্তা বলেন, “একদম। আসলে তার আগেরদিন খড়কুটোর শ্যুটিং করতে গিয়ে ওর শরীরটা খারাপ হয়। আমাকে সেট থেকে ফোন করে বলে দিদি তুমি দাদাকে নিয়ে যাও। এরপর ডাক্তার দেখাই, ডাক্তার ফুড পয়জিনিং-এর ওষুধ দেয়। তার পরের দিন কী হয় ও কিছুতেই ওঠে দাঁড়াতে পারছিল না। তাই আমি ইস্মার্ট জোড়ির ওখানে গিয়ে বলেছিলাম ও আজ শ্যুটিং করতে পারবে না। তারপরেও ওকে জোর করে আনা হয়েছিল, যেটা একদম ঠিক হয়নি”।