এবার বলিউডেই মিলবে দক্ষিণের সুপার অ্যাকশন ছবির স্বাদ, আসছে সঞ্জয় দত্তের নতুন সিনেমা

দক্ষিণ ভারতের (South Indian Movie) একের পর এক সিনেমার কাছে বলতে গেলে বলিউডের (Bollywood) ছবি থই পাচ্ছে না। হিট, সুপারহিট, ব্লকবাস্টার দক্ষিণী ছবির কাছে বলিউড হয়ে পড়েছে কোণঠাসা। পুষ্পা, আরআরআর, কেজিএফের বক্স অফিস কালেকশন গুণে শেষ করা যায় না! অন্যদিকে শাহিদ কাপুর, রণবীর সিং, অক্ষয় কুমারের মত খিলাড়িদের ছবি রীতিমতো ধুঁকছে! এমতাবস্থায় বলিউডের হাল ধরতে এগিয়ে এলেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt)।

সঞ্জয় দত্ত সদ্য মুক্তিপ্রাপ্ত দক্ষিণী ছবি ‘কেজিএফ চ্যাপটার ২’তে খলনায়ক ‘অধীরা’র ভূমিকায় অভিনয় করেছেন। এই ছবি মাত্র তিন দিনের মধ্যে শুধু হিন্দি ভাষাতেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। ৪ দিনে বক্সঅফিসে ছবির মোট কালেকশন ৪০০ কোটি টাকা! বলতে গেলে রেকর্ড করে ফেলেছে ছবিটি। ছবির সাফল্যের রহস্য সঞ্জয় দত্তের নখদর্পণে। তাই এবার এক বড়োসড়ো চ্যালেঞ্জ নিয়ে ফেললেন সঞ্জুবাবা।

‘কেজিএফ চ্যাপটার ২’তে সঞ্জয় দত্তের খলনায়কের ভূমিকাটি দর্শকদের থেকে দারুণ প্রশংসা পেয়েছে। এতে তিনি অভিভূত। এই সাফল্য দেখে তাই এবার এক বড়সড় ঘোষণা করে ফেললেন সঞ্জয় দত্ত। দক্ষিণের সুপার অ্যাকশন ছবির স্বাদ এবার মিলবে বলিউডে। সঞ্জয় দত্তের পরিচালনায় আগামী দিনে বলিউডে আসবে তেমনই এক সুপার অ্যাকশন ধামাকাদার মুভি!

অভিনয়ের পর এবার পরিচালনার কাজে হাত দেবেন সঞ্জয় দত্ত। দক্ষিণ ভারতীয় ছবির সুপার হিট ফর্মুলা তার জানা হয়ে গিয়েছে। সেই ফর্মুলা কাজে লাগিয়ে এবার তিনি তার ছবিতে ব্যবহার করবেন। দক্ষিণের ছবির পরিচালনার প্রশংসায় পঞ্চমুখ সঞ্জয় দত্ত ভূয়শী প্রশংসা করে বলেছেন, ছবি কিভাবে হিট করাতে হয় সেই দক্ষতা দক্ষিণী ছবি থেকে শেখা দরকার। কবে মুক্তি পাবে সঞ্জয় দত্তের পরিচালনার এই সুপার ধামাকা বলিউড ছবি?

তাড়াহুড়ো করে নয়, বরং দক্ষিণের মত ধীরেসুস্থে সময় নিয়ে নিখুঁত একটি ছবি তৈরি করার ছক কষছেন সঞ্জয় দত্ত। এই সম্পর্কে সংবাদমাধ্যমের কাছে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে সঞ্জয় দত্ত বলেছেন, আগামী ৩ বছরের মধ্যে তিনি এই ছবি বানিয়ে ফেলবেন। আপাতত হাতের কাজগুলো শেষ করে ফেলতে চান তিনি। তারপরই নতুন ছবির কাজে হাত দেবেন।

হিন্দি এবং দক্ষিণী ফ্লিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে পার্থাক্য কোথায়? সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত বলেছেন, ‘আমার মনে হয় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি হিরোইজম ভুলতে বসেছে। কিন্তু দক্ষিণী ইন্ডাস্ট্রি বীরত্বকে এখনও ভুলে যায়নি। কিন্তু আমরা উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থানের দর্শকদের ভুলে গিয়েছি, যারা আমাদের দর্শকমহলের একটি বড় অংশ। আমি আশা করি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেই প্রবণতা ফিরে আসবে।