Sangeeta Bijlani Caught Salman Khan Red Handed With Somy Ali : বলিউড (Bollywood) সুপারস্টার সালমান খান (Salman Khan)। তার বয়স এখন সাতান্ন। এখনো ‘ব্যাচেলর’ তকমা নিয়ে দাপটের সঙ্গে অভিনয় করছেন। তবে তার অনুরাগীদের মনে একটাই প্রশ্ন কবে বিয়ে করছেন তাদের ভাইজান। কিন্তু জানেন কী একবার সঙ্গীতা বিজলানি (Sangeeta Bijlani) – র সঙ্গে বিয়ে কার্ড ছাপা হয়ে গেলেও শেষ পযন্ত আর বিয়েটা হয়ে ওঠেনি সালমান খানের অভিনেত্রী সোমি আলি (Somy Ali) -র সঙ্গে পরকীয়ার কারণে। চলুন জেনে নিই সেই ঘটনা।
সলমনের প্রেম, বিয়ে চিরকালই বি-টাউনের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সলমন খানের জীবন প্রেম এসেছে বহু বার। তবে বিয়ের পিঁড়িতে বসার জন্য এক বারই প্রস্তুত হয়েছিলেন অভিনেতা। কেরিয়ারের শুরুর দিকে বলিপাড়ার এক নায়িকার সঙ্গে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিয়ে ফেলেন সলমন। সেই অভিনেত্রী হলেন সঙ্গীতা বিজলানি। বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে যায় সলমন-সঙ্গীতার। তবে বিয়ের এক মাস আগে তা ভেঙে যায়। নেপথ্যে কারণ নাকি পরকীয়া।
১৯৮৬ সালে সম্পর্কে জড়ান সলমন ও সঙ্গীতা। প্রায় আট বছর ধরে তারা সম্পর্কে ছিলেন। ১৯৯৪ সালে তাদের বাগদানও হয়ে যায়। বিয়ের কথাও হয়ে যায় পাকা। কিন্তু বিয়ের ঠিক কিছু দিন আগেই হঠাৎ জানা যায়, তারা বিয়ে করছেন না। করণ অন্য এক উঠতি অভিনেত্রীর সঙ্গে সলমনকে হাতেনাতে ধরেন সঙ্গীতা তা-ও আবার ফ্ল্যাটের বন্ধ ঘরে। তিনি হলেন সলমনের আর এক প্রাক্তন প্রেমিকা সোমি আলি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এবিষয়েই মুখ খুলেছেন সোমি আলি। তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়েছিল। কিন্তু, সঙ্গীতা আমার অ্যাপার্টমেন্টে সলমানকে হাতেনাতে ধরে ফেলে। সলমান সঙ্গীতার সঙ্গে যা করেছেন, আমার ক্ষেত্রেও তাই হয়েছে। একেই কর্মা বলে। যখন আমি একটু বড় হয়েছি, তখন আমি এটি সম্পর্কে বুঝতে পেরেছি।’
সেই সাক্ষাৎকারে সোমি আরও জানিয়েছেন,’সলমন আমার ক্রাশ ছিল। আমি বলিউডে নিজের ভাগ্য পরীক্ষার জন্য নয়, শুধুমাত্র সলমনকে বিয়ে করার জন্য পাকিস্তান থেকে মুম্বই চলে এসেছিলাম’। তবে সোমির দাবি, ‘ভালোবাসা ও যত্ন দেখানোর অজুহাতে সলমন তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। ’
আরও পড়ুন : ভাদ্র মাসে বিয়ে! চুপিসারে বিয়ে সেরে নিলেন টলিউডের জনপ্রিয় এই জুটি
আরও পড়ুন : শাহরুখ, সালমান, আমির নন! বলিউডের কোন নায়ক ৮০০০ কোটির ব্যবসা করেছেন জানেন?
প্রসঙ্গত, ৯০-এর দশকে সলমন খানের সঙ্গে সোমি আলির সম্পর্কের কথা শোনা যায়। তবে তা অল্প সময়ের জন্য। যদিও সোমি আলি দাবি করেন, তিনি নাকি দীর্ঘ ৮ বছর সলমনের সঙ্গে সম্পর্কে ছিলেন। তবে শুধু সোমি আলি নয়, ঐশ্বর্য রাই বচ্চনও সলমনের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ করেছিলেন। জানিয়েছিলেন সলমনের অত্যাচারের জন্যই তিনি সম্পর্ক থেকে বের হয়ে আসেন।