বিছে-সাপে ভর্তি, তবুও সলমানের প্রিয় এই ফার্ম হাউস, ঘুরে দেখুন অন্দরমহল

বড়দিনের রাতের একটি খবর কার্যত সালমানের (Salman Khan) সকল অনুরাগীদের চোখের ঘুম কেড়ে নিয়েছে। জন্মদিনের আগের রাতেই সাপের ছোবল (Snake Bite) খেয়েছেন সালমান খান! মুম্বাই থেকে দূরে পানভেলের ফার্ম হাউসে (Panvel Farmhouse) বন্ধুদের নিয়ে জন্মদিন সেলিব্রেট করতে গিয়েছিলেন সালমান। তবে জন্মদিনের আগেই বিশাল বড় ফাঁড়া নেমে এলো সালমানের মাথার উপর। যদিও সাপের বিষ না থাকাতে এ যাত্রা রক্ষা পেয়েছেন সালমান।

এইসবের মাঝেও সালমান খানের পানভেলের ফার্ম হাউস ঘিরে সাধারণের মনে কৌতুহল বাড়ছে। কতখানি স্পেশাল হলে জন্মদিনটা এই ফার্ম হাউসে কাটাতে পারেন সালমান! জন্মদিনে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য তিনি এখানেই এসে উঠেছেন। তবে শুধু এবারে জন্মদিনেই নয়, গত লকডাউনেও সালমান খানকে এখানেই দেখা গিয়েছে। তাই এই ফার্ম হাউস কার্যত সালমান খানের কাছে ভীষণই স্পেশাল।

জন্মদিন হোক বা লকডাউনে সময় কাটানোর জন্য সালমান খানের কাছে এই ফার্মহাউসটিই প্রথম পছন্দ। এর আগে সোশ্যাল মিডিয়াতে এই ফার্ম হাউসের বেশ কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেছিলেন সালমান। তার মধ্যে একটিতে নিজের হাতে তাকে ধান রোপণ করতে দেখা গিয়েছিল। হাফ প্যান্ট পরে হাঁটুঅব্দি জল ভরা ক্ষেতে ধানের চারা রোপণ করতে নেমে পড়েছিলেন সালমান খান। তবে শুধু ফার্ম হাউসের ক্ষেতে নয়, বাগানেও কাজ করতে দেখা যায় সালমানকে।

এখানে রয়েছে একটি আস্তাবল, যেখানে বেশ কিছু ঘোড়াও রয়েছে। গতবছর লকডাউনের সময় বন্ধু-বান্ধবদের নিয়ে এই ফার্ম হাউসেই সময় কাটিয়েছিলেন সালমান। এছাড়াও এই ফার্ম হাউসে সালমানের দুটি গানের শুটিংও হয়েছে। শেষমেষ এখানেই কিনা সাপের কামড় খেতে হলো ভাইজানকে! সূত্রের খবর, রাত সাড়ে তিনটে নাগাদ সাপটি সালমানের হাতে কামড় দেয়। টের পেতেই সঙ্গে সঙ্গে তাকে এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়। তবে সাপটি বিষাক্ত ছিল না। তাই প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি আগের থেকে অনেক ভালো আছেন। তার জীবনের কোনও ঝুঁকি নেই বলেই আশ্বস্ত করেছেন চিকিৎসকরা।