Nargis Fakhri Rockstar : পাকিস্তান (Pakistan) -র যে সুন্দরী অভিনেত্রীরা বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে কাজ করে সুনাম পেয়েছিলেন তাদের মধ্যে একজন হলেন নার্গিস ফাকরি (Nargis Fakhri)। রণবীর কাপুর (Ranbir Kapoor) -র সঙ্গে ‘রকস্টার’ (Rockstar) ছবিতে অভিনয় করে তার বলিউড কেরিয়ার শুরু হয়েছিল। এরপরেও তিনি বেশ কিছু বলিউড ছবিতে কাজ করেন। তার সৌন্দর্য এবং গ্ল্যামারের জন্য তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন ভারতে। কিন্তু এই বলিউডে কাজ খুঁজতে এসেই ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল তাকে।
আমাদের আশেপাশে মাঝেমধ্যেই এমন বেশ কিছু ঘটনা ঘটে যার কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না। বলিউড তারকাদের মধ্যেও অনেকে এমন অভিজ্ঞতার শিকার হয়েছেন। নার্গিস সম্প্রতি সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন তিনি মুম্বাইতে ঘর খুঁজতে গিয়ে এক অদ্ভুত সমস্যার মুখে পড়েছিলেন। বান্দ্রার একটি অভিজাত এলাকাতে ফ্ল্যাট নেওয়ার পর তাঁর জীবনে একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে।
অভিনেত্রী জানিয়েছেন তিনি রাতের পর রাত ঘুমোতে পারতেন না। অদ্ভুত দুঃস্বপ্ন দেখতেন প্রতি রাতে। তিনি দেখতেন ৬ ফুট লম্বা এক পুরুষ তাকে টেনে-হিঁচড়ে শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, নার্গিসের স্বপ্নের ওই ভয়ংকর পুরুষ নিজে মাংস খেত এবং নার্গিসকেও জোর করে মাংস খাওয়াত। প্রতিরাতে এমনই ভয়ংকর স্বপ্ন দেখতেন অভিনেত্রী।
কেন তার সঙ্গে এমনটা ঘটত, তার কোনও ব্যাখ্যা তিনি আজও খুঁজে পাননি। তবে তিনি ওই ফ্ল্যাট ছেড়ে চলে যাওয়ার পর আরও এক অদ্ভুত ঘটনা ঘটে। অভিনেত্রী এতটাই ভয় পেয়েছিলেন যে তিনি তড়িঘড়ি নিজের আসবাবপত্র সেখানেই ফেলে রেখে অন্য আবাসনে উঠে যান। পরে জানা যায় তার ব্যবহারের আলমারি থেকে নাকি ছয়টা মৃত পাখি পাওয়া গেছে।
এমন ঘটনা কেন ঘটেছিল? কেউ বা কারা এর সঙ্গে জড়িত কিনা তা নার্গিস জানেন না। এই অস্বাভাবিক ঘটনার কোনও উত্তরও নেই তার কাছে। তবে নার্গিসের অভিজ্ঞতার কথা শুনে শিউরে উঠছেন তার ভক্তরা। অভিনেত্রীকে দীর্ঘদিন বড়পর্দায় দেখা যায়নি। ব্যক্তিগত জীবনের পাশাপাশি তার পেশাগত জীবনও আসলে সেই সময় একের পর এক বিতর্কে জড়িয়ে গিয়েছিল।
আরও পড়ুন : ক্যামেরার সামনেই খুল্লামখুল্লা অন্তরঙ্গতা! বি-গ্রেড ছবি দিয়ে কেরিয়ার শুরু করেন এই ৫ বলিউড নায়িকা
বলিউডে আসার পর যশ চোপড়ার ছোট ছেলে তথা অভিনেতা উদয় চোপড়া (Uday Chopra) -র সঙ্গে সম্পর্কে ছিলেন নার্গিস। তারা একটানা ৫ বছর পর্যন্ত প্রেম করেছিলেন। কিন্তু তারপর এই সম্পর্ক ভেঙে অভিনেত্রী চলে যান বিদেশে। নার্গিস বর্তমানে রয়েছেন আমেরিকাতে। বর্তমানে বলিউডের হুমা কুরেশি, ইলিনা ডি’ক্রুজ, বরুণ ধাওয়ানদের মত তারকাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। ভবিষ্যতে তিনি আবার বলিউডে ফিরবেন কিনা তা নিশ্চিত নয়।
আরও পড়ুন : বাঙালি অভিনেতা কাজ পান না বলিউডে, কোথায় হারিয়ে গেলেন ‘তুম বিন’ সিনেমার নায়ক?