বাঙালি অভিনেতা কাজ পান না বলিউডে, কোথায় হারিয়ে গেলেন ‘তুম বিন’ সিনেমার নায়ক?

একঘরে করেছে বলিউড, কোথায় হারিয়ে গেলেন ‘তুম বিন’ সিনেমার বাঙালি নায়ক?

Avatar

Published on:

Tum Bin Priyanshu Chatterjee : তুম বিন (Tum Bin) ছবিটি নিশ্চই এখনও মনে আছে দর্শকদের? সেই ছবিটি এক সঙ্গে তিন তিন জন হিরো পায় বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রি। আর তার মধ্যে অন্যতম হলেন বাঙালি অভিনেতা প্রিয়াংশু চট্টোপাধ্যায় (Priyanshu Chatterjee)। প্রথম ছবিতে দর্শকের মন জয় করে নিলেও সময়ের সঙ্গে সঙ্গে অভিনয় জগৎ থেকে হারিয়ে যান তিনি। চলুন জেনে নিই এখন কি করছেন সেই অভিনেতা।

প্রিয়াংশুর জন্ম ১৯৭৩ সালের ২০ ফেব্রুয়ারিতে। তিনি দিল্লির একটি বাঙালি পরিবারের ছেলে। তার পড়াশোনা সব দিল্লিতেই। তিনি প্রথমে মডেলিং শুরু করেন তারপর অভিনয়। এরপর অভিনয়ে নামবেন বলে মুম্বইয়ে একটি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তিও হয়েছিলেন তিনি। প্রায় পাঁচ বছর মডেলিং পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তার সঙ্গে তিনি বিভিন্ন নামী সংস্থার বিজ্ঞাপনে অভিনয়ও করতেন।

Tum Bin Priyanshu Chatterjee

Priyanshu Chatterjee Movies

এরপর ২০০১ সালে মুক্তি পায় বলিউড ছবি ‘তুম বিন’। বক্স অফিসে ব্যাপক সাফল্য পাওয়া এই ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় অভিনেতা প্রিয়াংশু চট্টোপাধ্যায়ের। এরপর তার কাছে পর পর কাজের জন্য সুযোগ আসতে থাকে। এমনকি তিনি ‘দিল কা রিশতা’ ছবিতে বলি অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন।

এছাড়াও প্রিয়াংশু চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছ, ‘ভূতনাথ’, ‘বাদশাহো’ এবং আরও অনেক বলিউড ছবিতে। কিন্তু সেভাবে তিনি আর দর্শকদের মনে দাগ কাটতে পারেননি। তবে শুধু বলিউডেই নয়, বেশ কিছু বাংলা ছবিতেও অভিনয় করেছেন প্রিয়াংশু চট্টোপাধ্যায়। জিৎ, হৃষিতা ভট্ট অভিনীত ‘বিধাতার লেখা’ ছবি দিয়ে প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করেন।

Tum Bin Priyanshu Chatterjee

Priyanshu Chatterjee`s Bengali Movies

পরবর্তীকালে ‘মনের মানুষ’, ‘ভোরের আলো’, ‘শঙ্খচিল’, ‘ইতি মৃণালিনী’ এবং আরও অনেক ছবিতে কাজ করেছেন। স্ক্রিন শেয়ার করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তের মতো অভিনেতাদের সঙ্গে। এর সত্বেও অভিনয় জগতে সেভাবে জায়গা করে নিতে পারেননি এই অভিনেতা। তবে তার কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনও খুব একটা সুখকর ছিল না।

Malini sharma

আরও পড়ুন : বিদেশি ক্রিকেটারদের সঙ্গে প্রেম থেকে বিয়ের আগেই মা হয়েছেন বলিউডের এই ৫ অভিনেত্রী

এরপর অভিনেত্রী মালিনী শর্মাকে ১৯৯৭ সালে বিয়ে করেন প্রিয়াংশু। কিন্তু অভিনয়জগতে নিজের কেরিয়ার শুরুর আগে মালিনীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায় প্রিয়াংশুর। তবে এবার চলতি বছরের মে মাসে ওটিটি প্ল্যাটফর্মে দেখা গেছে অভিনেতাকে। প্রিয়াংশুকে ‘ফায়ারফ্লাইস: পার্থ অওর জুগনু’ ওয়েব সিরিজ়ে অভিনয় করতে দেখা গিয়েছে।

আরও পড়ুন : হানিমুনে করিশ্মাকে বন্ধুদের কাছে বিক্রি করে দেন! স্ত্রীর ‘রেট’ ধরে নিলামে তুলেছিলেন স্বামী