জোড়া ঘূর্ণাবর্তের মুখে বাংলা, দক্ষিণবঙ্গের এই ৬ জেলায় চলবে প্রবল বৃষ্টিপাত, রইল আবহাওয়ার খবর

দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি হবে আজ? রইল আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস

West Bengal Weather Report Today : গত দুই সপ্তাহ ধরেই কলকাতা (Kolkata) -সহ গোটা দক্ষিণবঙ্গ (South Bengal) -এ বৃষ্টিপাতের পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বর্ষা (Wet Season) -র এই মরসুমে আগামী দিনে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। গোটা পশ্চিমবঙ্গ (West Bengal) -র আবহাওয়া কেমন থাকবে? দেখে নিন এক নজরে।

এই মুহূর্তে জোড়া ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। উত্তর ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ড এলাকাতে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। তাই ওড়িশা এবং সাগর সংলগ্ন ভর্তি কিছু জেলাতে আগামী তিন থেকে চার দিন ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। রবি এবং সোমবারে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

West Bengal Monsoon Alert

আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণ পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হতে পারে।

তবে ভারী থেকে অতি ভারী বর্ষণের পরেও দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। রবিবার থেকে আগামী চার-পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের সর্বত্র। তবে এতে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে আসছে। গত এক মাস ধরে উত্তরবঙ্গ প্রবল বর্ষণে ভাসছিল এতদিন।

Weather Forecast today

আরও পড়ুন : পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম কী বলুন তো? উত্তর জানা থাকলে আপনি জিনিয়াস

রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী দু-তিন দিন উত্তরবঙ্গে তেমন ভারী বর্ষণের সম্ভাবনা থাকলেও হালকা ঝড়বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন : ইনি হলেন ‘বাংলার মুকেশ আম্বানি’, চমকে দেবে তাঁর মোট সম্পত্তির পরিমাণ