রূপে নায়িকাদের ১০ গোল দেবে, রবীন্দ্র যাদেজার সুন্দরী স্ত্রীকে দেখলে চোখ সরবে না

এমনিতে ভারতীয় ক্রিকেটদের মধ্যে বেশিরভাগই হয় বিয়ে করেছেন বলিউড নায়িকাদের আর নয়তো সুন্দরী মডেলদের। তবে চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার রবীন্দ্র যাদেজা (Ravindra Jadeja) -কে বিয়ে করেছেন তার সঙ্গে বলিউড কিংবা বিনোদন দুনিয়ার দূরদূরান্তের কোনও সম্পর্ক নেই। তিনি এক আলাদা দুনিয়ার মানুষ। তাকে দেখলে বা তার পরিচয় জানলে আপনি অবাক হবেন।

আজকের এই প্রতিবেদনে রইল ভারতীয় ক্রিকেটের অন্যতম এক নক্ষত্র রবীন্দ্র যাদেজার সুন্দরী স্ত্রী রিভাবা যাদেজা (Rivaba Jadeja) -র পরিচয়। সম্প্রতি আইপিএল ময়দানে যাদেজাদের জয় উপলক্ষে স্টেডিয়ামের মাঝেই সকলের সামনে স্বামীকে প্রণাম করে তিনি চর্চায় উঠে এসেছেন। ২০১৬ সালে রিভাবা এবং রবীন্দ্রর বিয়ে হয়। তাদের বিয়েতে কিন্তু ছিল বলিউড সিনেমার মত মোড়‌।

RAVINDRA JADEJA`S WIFE

আসলে রবীন্দ্র যাদেজার বিয়ের প্রতি তেমন আগ্রহ ছিল না। কিন্তু রিভাবার সঙ্গে আলাপের তিন মাসের মধ্যেই তিনি বিয়ের সিদ্ধান্ত নেন। রিভাবা ছিলেন রবীন্দ্রর বোনের বান্ধবী। একটি অনুষ্ঠানে তাকে প্রথমবার দেখে তারই প্রেমে পড়ে যান রবীন্দ্র। এরপর ফোন নম্বর অদলবদল হয়। মাত্র তিন মাসের পরিচয়েই তারা গাঁটছড়া বেঁধে ফেলেন।

রিভাবার জন্ম গুজরাটের রাজকোটে। স্কুলে পড়াশোনা শেষ করে তিনি গুজরাটেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েন। কিন্তু ইঞ্জিনিয়ারিংকে তিনি পেশা হিসেবে বেছে নেননি। তিনি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন। মহিলাদের অধিকার নিয়ে কাজ করেন তিনি। ২০১৮ সালে তিনি বিজেপি (BJP) -র হয়ে কাজ করতে শুরু করেন।

Rivaba Jadeja

২০১৬ সালের বিয়ের ঠিক এক বছরের মাথায় এক কন্যা সন্তানের জন্ম দেন রিভাবা। মেয়ে পাঁচ বছরে পা দিলে রবীন্দ্র এবং তার স্ত্রী দুজনে মিলে সুকন্যা সমৃদ্ধি যোজনার আওতায় ১০১ টি শিশু কন্যার নামে ব্যাংক একাউন্ট খুলে দেন। এই কাজের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকেও প্রশংসা পেয়েছিলেন তারা। ২০২২ সালে বিজেপির হয়ে গুজরাট বিধানসভা নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন রিভাবা।

Rivaba Jadeja

আরও পড়ুন : বিবাহিত মহিলাদের সাথে সম্পর্কে জড়িয়েছেন যে ৫ ভারতীয় ক্রিকেটার

সম্প্রতি আমেদাবাদ স্টেডিয়ামে স্বামীর পা ছুঁয়ে প্রমাণ করেছেন বলে রিভাবাকে অনেক সমালোচনার মুখে পড়তে হচ্ছে। কেউ কেউ বলছেন স্টেডিয়ামে এমন আচরণ করা উচিত হয়নি তার। আবার কেউ তাকে সমর্থন করে বলছেন তিনি তো ভারতীয় সংস্কৃতিকেই তুলে ধরেছেন। স্বামীর সাফল্যে এভাবেই তাকে সম্মান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : ৮০ কোটির বাংলো, ২০ কোটির ফার্ম হাউস, বিরাট-অনুষ্কার কাছে আছে বিশ্বের ১০ দামি বস্তু