মৃত্যুর আগে এই ৫টি উপদেশ দিয়েছিলেন রাবণ, জানলে জীবন বদলে যাবে

‘রামায়ণ’ (Ramayana)-এর গল্পে রামচন্দ্রের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ঠিক তেমনি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রাবণ (Ravaan) -র। তাই রাবণ অন্যায় কাজ করলেও তার জ্ঞান ও ভগবান শিবের প্রতি যে ভক্তি ছিল তার সে কথা ভুলে‌ গেলে চলবে না। রাবণের পতনের মূল কারণ ছিল তার অহংকার। জৈন ধর্মেও রাবণের খুব গুরুত্ব রয়েছে। জৈন শাস্ত্রে রাবণকে প্রতি-নারায়ণ বলে দাবি করা হয়।

রামের সবচেয়ে বড় শত্রু ছিলেন রাবণ। তার হাতে মৃত্যু হয়েছিল রাবণের। কিন্তু রাবণ যে জ্ঞানী ছিলেন সেটা রামও জানতেন। তাই রাবণের মৃত্যুর আগে ভাই লক্ষণকে বলেছিলেন তার কাছ থেকে উপদেশ নিতে। রাম বলেছিলেন, রাবণ মৃতশয্যায় যা উপদেশ দিতে পারবে তা আর কেউ দিতে পারবে না। এই প্রতিবেদনে রাবণের দেওয়া উপদেশগুলি (Ravaan`s Last Advices) সম্পর্কে জেনে নিন।

RAMAYAN

রাবণে দেওয়া শেষ পাঁচটি উপদেশ (The Last Five Advice Given To Ravana) : প্রথম, রাবণ লক্ষণকে বলেছিল যখন শুভ এবং কোনও ভাল কাজ করবে তখন মনস্থির করবে আর যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করতে হবে। অনেক সময় আমরা আলস্য দেখিয়ে কাজ পিছিয়ে দিয়ে থাকি। যার‌ ফলে কাজটি সম্পূর্ণ হয় না।

কখনও নিজের শক্তি ও ক্ষমতার জন্য কাউকে অহংকার দেখিও না। নিজের ক্ষমতার জন্য যখন অহংকার দেখানো শুরু করবে তখন নিজের শত্রুকেও ঐ ব্যক্তি দূর্বল ভাবতে শুরু করবে। এটাই সবচেয়ে বড় ভুল। তাই এমনটা করা উচিত নয়।

RAMAYAN

নিজের সঠিক বন্ধুকে খোঁজাও খুব জরুরি। কারণ বহু মানুষ আছেন যারা নিজেদের শত্রুকে বন্ধু বানিয়ে ফেলেন এবং নিজের বন্ধুকে শত্রু বানিয়ে ফেলেন। এর ফলে যে শত্রুকে বন্ধু বানিয়ে সব সময় সঙ্গে রাখবে সেই সবচেয়ে বড় ক্ষতি করবে।

নিজের জীবনের সবচেয়ে গোপন সত্য নিজের সবচেয়ে কাছের মানুষকেও বলা উচিত নয়। সব সময় নিজের গোপন সত্য গোপনই রাখা উচিত। নিজের সবচেয়ে প্রিয় মানুষকেও এই কথা কখনও বলতে নেই। নাহলে ক্ষতির সম্মুখীন হতে হবে।

RAMAYAN

আরও পড়ুন : রাবণের একমাত্র কন্যা, যিনি হনুমানজির প্রেমে পড়েন, এরপর কী ঘটেছিল জানেন?

সবার শেষে রাবণ বলেছেন, কখনও কোনও নারীর দিকে কুনজরে দেখা যাবে না। কারণ যে কোনও নারীর দিকে কুনজর দেবে তার ধ্বংস নিশ্চিত। তাই এই কাজ কখনোই করা যাবে না এবং সব সময় সম্মান করতে হবে সকল নারীকে।

আরও পড়ুন : রাবণের ১০ টি মাথা কেন? রাবণের ১০ মাথা কিসের প্রতীক?