কলেজ পড়ুয়া থেকে রতন টাটার ম্যানেজার, এই যুবকের বেতন ও সম্পত্তির পরিমাণ চমকে দেবে

কলেজ পড়ুয়া এই ছেলে রতন টাটার ম্যানেজার, তার পারিশ্রমিক চমকে দেবে

ভারতের পাশাপাশি গোটা বিশ্বের সেরা ধনকুবেরদের মধ্যে অন্যতম একজন হলেন রতন টাটা (Ratan Tata)। শুধু একজন ধনকুবের হিসেবে নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কার্যকলাপের কারণেও রতন টাটা সংবাদমাধ্যমের শিরোনাম দখল করেন। তিনি নতুন উদ্যোক্তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন।

বর্তমানে রতন টাটার সঙ্গে সর্বদা এক অল্পবয়সী যুবককে দেখতে পাওয়া যায়। এই যুবক হলেন রতন টাটার ম্যানেজার (Ratan Tata`s Maneger)। তিনি বিগত বেশ কয়েক বছর ধরে রয়েছেন টাটা কোম্পানির সঙ্গে। নাম তার শান্তনু নাইডু (Shantanu Naidu)। তিনিও বেশ পরিচিতি পেয়েছেন সমাজ মাধ্যমে। তবে তিনি ম্যানেজার নন শুধু, তাকে নিজের ছেলের নজরেও দেখেন রতন টাটা।

RATAN TATA`S MANEGER SHANTANU NAIDU

শান্তনুকে টাটার ব্যবসা ও তার বিনিয়োগ সংক্রান্ত সমস্ত দিক দেখভাল করতে হয়। যদিও ‘গুডফেলো’ নামে শান্তনুর নিজস্ব একটি কোম্পানিও আছে। তার এই কোম্পানিটি বয়স্ক মানুষদের বিভিন্ন প্রয়োজনে নানা সুবিধা প্রদান করে। বাজারে তার এই কোম্পানির মূল্য ৫ কোটি টাকারও বেশি।

অটোমোবাইল ডিজাইন ইঞ্জিনিয়ার শান্তনু ২০১৪ সালে টাটা এলক্সিতে যোগদান করেছিলেন। ওই সময় তিনি পথ দুর্ঘটনায় একটি কুকুরকে মারা যেতে দেখেন। ওই ঘটনা তার মনকে গভীরভাবে নাড়া দিয়েছিল। তখন তিনি পথপশুদের সহায়তার জন্য একটি এনজিও খুলে ফেলেন। এছাড়া তিনি পথকুকুরদের জন্য একটি বিশেষ ডিভাইস আবিষ্কার করেন।

RATAN TATA`S MANEGER SHANTANU NAIDU

শান্তনুর আবিষ্কার করা এই ডিভাইস অন্ধকারে জ্বলজ্বল করে। কুকুরগুলি যাতে রাতের অন্ধকারে যানবাহনের আঘাত থেকে রক্ষা পায় তার জন্য তাদের গলায় সেগুলি পরিয়ে দেওয়া হত। শান্তনু একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার বাবা ছেলেকে নিয়ে রতন টাটাকে একটি চিঠি লিখেছিলেন। শান্তনুর বিষয়ে জানতে পেরে রতন টাটা তার সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেন।

RATAN TATA`S MANEGER SHANTANU NAIDU

আরও পড়ুন : জীবনভর একজনকে ভালবাসলেও রতন টাটার বিয়ে না করার কারণ জানলে স্যালুট জানবেন আপনি

কুকুরদের প্রতি শান্তনুর আচরণ টাটাকে মুগ্ধ করে। তার সঙ্গে কথা বলে তিনি তাকে নিজের ম্যানেজার হিসেবে নিযুক্ত করেন এবং সেইসঙ্গে তার উচ্চশিক্ষার ব্যবস্থা করে দেন। বর্তমানে শান্তনুর বয়স ৩০ বছর। তিনি একাধারে ইঞ্জিনিয়ার, লেখক, উদ্যোক্তা, ব্যবসায়ী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সমাজসেবী এবং রতন টাটার কাছের মানুষ। এখন তার বার্ষিক বেতন ২৭ লক্ষ টাকা। তার মোট সম্পত্তির পরিমাণ ৫-৬ কোটি টাকা।

আরও পড়ুন : নীতা আম্বানির এই স্কুলে পড়ে বলিউডের তারকা সন্তানরা, বার্ষিক ফি মাথা ঘুরিয়ে দেবে