নীতা আম্বানির এই স্কুলে পড়ে বলিউডের তারকা সন্তানরা, বার্ষিক ফি মাথা ঘুরিয়ে দেবে

নীতা আম্বানির স্কুলে পড়তে গেলে বছরে কত লক্ষ টাকা লাগে জানেন?

Dhirubhai Ambani International School : শুধু ব্যবসায়িক ক্ষেত্রে নয়, শিক্ষা প্রতিষ্ঠানেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে মুকেশ আম্বানি (Mukesh Ambani) -র পরিবার। এশিয়ার বিখ্যাত এই শিল্পপতির বাবা ধীরুভাই আম্বানি (Dhirubhai Ambani) -র নামে মুম্বাইতে রয়েছে একটি বেশ নামী স্কুল। সেখানে আন্তর্জাতিক মানের পড়াশোনা সুযোগ-সুবিধা দেওয়া হয় শিক্ষার্থীদের। তবে সমাজের সকল স্তরের মানুষেরা এখানে পড়াশোনার সুযোগ পান না।

বড় বড় শিল্পপতি, ব্যবসায়ী থেকে শুরু করে বলিউড তারকাদের সন্তানরাই কেবল ধীরুভাই আম্বানির স্কুলে পা রাখার সুযোগ পান। এখন এই স্কুলের দেখভাল করছেন মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। ২০০৩ সালে নীতা আম্বানি এবং মুকেশ-নীতার কন্যা ইশা আম্বানি (Isha Ambani) -র উদ্যোগে এই স্কুলের প্রতিষ্ঠা হয় মুম্বাইয়ের পূর্ব বান্দ্রাতে।

NITA AMBANI`S SCHOOL

এই স্কুলে শিক্ষার্থীদের জন্য থাকে বিলাসবহুল সুযোগ-সুবিধা। সেই সঙ্গে এখানকার পড়াশোনার মান খুবই উন্নত। তাই গোটা বিশ্বের নিরিখে অন্যতম সেরা স্কুলের মর্যাদা পেয়েছে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল। এখানে স্কুল ক্যাম্পাসে সর্বাধুনিক প্রযুক্তি দ্বারা সজ্জিত অডিটোরিয়াম থেকে শুরু করে নৃত্য কক্ষ, যোগা রুম, পরীক্ষাগার, খেলার মাঠ, এসি যুক্ত ক্লাসরুম রয়েছে।

বিভিন্ন মিডিয়া দাবি করে এখানে পঠন-পাঠনরত প্রতি ৭ জন শিক্ষার্থীর পেছনে একজন করে শিক্ষক নিযুক্ত করা হয়। এই স্কুলে শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন, সাইফ আলী খানদের মত বড় বড় বলিউড তারকাদের সন্তানরা পড়াশোনা করেছেন। এখানে পড়াশোনা করার জন্য বার্ষিক ফি এত বেশি যে কোন সাধারণ ঘরের সন্তানরা সুযোগই পাবেন না।

NITA AMBANI`S SCHOOL

ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে LKG থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত বছরে ১.৫ লক্ষ টাকা খরচ পড়ে। অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত এই টাকার অংকটা এক লাফে বেড়ে ৫ লক্ষ ৯০ হাজার টাকা হয়ে যায়। একাদশ এবং দ্বাদশ শ্রেণির জন্য বছরে ১০ লক্ষ টাকা করে ফি দিতে হয়। নীতা আম্বানি নিজে এই স্কুলের তদারকি করেন।

NITA AMBANI`S SCHOOL

আরও পড়ুন : IPL ২০২৩ থেকে কত কোটি এল মুকেশ-নীতার ঘরে? টাকার অংক মাথা ঘুরিয়ে দেবে

আসলে মুকেশ আম্বানিকে বিয়ের আগে নীতা ছিলেন এক সাধারণ স্কুলের শিক্ষিকা। তিনি বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে খুবই পছন্দ করেন। বিয়ের পরেও তিনি স্কুলের চাকরিটি ছাড়তে চাননি। ধীরুভাই আম্বানির সম্মানে বানানো এই স্কুলের দায়িত্ব তাই নীতার কাঁধে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন : বাবার মত ভুল করতে চান না, সম্পত্তির বাটোয়ারা নিয়ে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন মুকেশ আম্বানি