Upasana Kamineni Net Worth : বলিউড বা কলিউড (Kollywood), সুপারস্টারদের থেকে আমরা অনেক বেশি আগ্রহী হই তাদের পরিবারদের অন্যান্য সদস্যদের সম্পর্কে জানতে। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি (South Indian Film Industry) -র তেমনি একজন সুপারস্টার হলেন রামচরণ (Ram Charan)। সম্প্রতি RRR চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার জিতে সকলকে গর্বিত করেছেন অভিনেতা। কিন্তু আপনি কি জানেন এই অভিনেতার স্ত্রী কে? কি তার পরিচয়? চলুন একটু বিস্তারিত জেনে নেওয়া যাক।
Ram Charan Wife Upasana Kamineni
দক্ষিণী অভিনেতা রামচরণের স্ত্রী হলেন উপাসনা কামিনেনি (Upasana Kamineni)। ২০১২ সালের ১৪ জুন একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উপাসনা কামিনেনিকে বিয়ে করেন রামচরণ। চলতি বছরের ২০ জুন, ১১ বছর পর একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এই দম্পতি। আমরা উপাসনাকে রামচরনের স্ত্রী হিসেবেই চিনি কিন্তু আমরা জানি না তার নিজস্ব একটি পরিচয়ও আছে। ১৯৮৯ সালের ২০ জুলাই ভারতে জন্মগ্রহণ করেন উপাসনা।
অ্যাপোলো ফাউন্ডেশন এবং অ্যাপোলো লাইফ -র ভাইস চেয়ারম্যান উপাসনা কামিনেনি
রামচরনের স্ত্রী উপাসনা কামিনেনি অ্যাপোলো ফাউন্ডেশন এবং অ্যাপোলো লাইফ -র ভাইস চেয়ারম্যান। বিখ্যাত বিজনেস টাইকুন প্রতাপ সিং রেড্ডির নাতনি হলেন উপাসনা। উপাসনার মা শোভনা অ্যাপোলো হাসপাতালের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান। উপাসনার দাদু অর্থাৎ প্রতাপ সিং রেড্ডি একজন বিখ্যাত কার্ডিওলজিস্ট, যিনি অ্যাপোলো হাসপাতালে প্রতিষ্ঠা করেন। অ্যাপলোর ৭০ হাজার কোটি টাকার ব্যবসার উত্তরাধিকারী উপাসনা।
প্রতাপ সিংহের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২১ হাজার কোটি টাকা। তিনি ভারতের সর্বোচ্চ ১০০ বিলিয়নিয়ারদের মধ্যে একজন। এহেন পরিস্থিতিতে ইন্টারন্যাশনাল বিজনেস মার্কেটিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করার পরেই উপাসনা পারিবারিক ব্যবসায় যোগদান করেন। অ্যাপোলো হাসপাতাল পরিচালনা করা ছাড়াও উপাসনা বি পজেটিভ ম্যাগাজিনের প্রধান সম্পাদক।
উপাসনা এবং রামচরনের মোট সম্পত্তির পরিমাণ
আরও পড়ুন : বলিউডের নাম ‘বলিউড’ কেন? ‘টলিউড’, ‘হলিউড’, ‘কলিউড’ নামেরই বা আসল রহস্য কী?
উপাসনা এবং রামচরনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৫০০ কোটি টাকা। এই অর্থের মধ্যে উপাসনার নিজের সম্পত্তির পরিমাণ ১,১৩০ কোটি টাকা এবং রামচরণের সম্পত্তির পরিমাণ ১,৩৭০ কোটি টাকা। উপাসনা নিঃসন্দেহে একজন শক্তিশালী ব্যবসায়ী কিন্তু তা সত্ত্বেও তিনি রামচরনকে ভীষণভাবে ভালোবাসেন এবং স্বামীকে যোগ্য সম্মান দেন।
আরও পড়ুন : সর্বকালের সেরা ৭টি তামিল সিনেমা যা একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করবে
আরও পড়ুন : বলিউডের সঙ্গে দক্ষিণের তারকাদের পারিশ্রমিকের তফাৎ কত, তালিকা দেখলে চমকে যাবেন
প্রসঙ্গত, ৩৮ বছর বয়সী এই অভিনেতা ১৯৮৫ সালের ২৭ মার্চ চেন্নাইতে জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত অভিনেতা চিরঞ্জীবী এবং সুরেখার পুত্র। তিনি শুধুমাত্র একজন অভিনেতা নন, একজন প্রযোজকও বটে। ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন হলেন তিনি। ‘চিরুথা’ নামক সিনেমায় অভিনয় করে অভিনয় জগতে প্রবেশ করেন তিনি। এস এস রাজা মৌলি, পরিচালিত ‘মগধীরা’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন রামচরণ।
আরও পড়ুন : বিবাহিত হয়েও নয়নতারার সঙ্গে সহবাস! এই দক্ষিণী সুপারস্টারের কীর্তি শুনলে ছিঃ ছিঃ করবেন