লোকসভা ভোটে দাঁড়াচ্ছেন রচনা! কোন দল থেকে কোন আসন পেলেন রচনা ব্যানার্জী?

ভোটে দাঁড়াচ্ছেন রচনা! কোন দলের কোন আসনে লড়বেন Didi No. 1?

Rachna Banerjee : জল্পনা আগেই ছিল। এবার তা সত্যি হওয়ার পালা। এবার রাজনীতির পথে আসতে চলেছেন রচনা ব্যানার্জী (Rachna Banerjee)। সামনে ২০২৪ সালের লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। ভোটের আগেই নাকি তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) দলে যোগ দিতে চলেছেন বাংলার দিদি নাম্বার ওয়ান (Didi No. 1)। সূত্রের খবর, রচনার তৃণমূলে যোগ দেওয়া এখন সময়ের অপেক্ষা।

একসময় বাংলা এবং উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি কাঁপিয়েছেন রচনা ব্যানার্জী। তারপর অভিনয় ছেড়ে জি বাংলার (Zee Bangla) দিদি নাম্বার ওয়ানের সঞ্চালনার দায়িত্ব নিয়েছেন। এর পাশাপাশি শুরু করেছেন শাড়ির ব্যবসা রচনাজ ক্রিয়েশন (Rachna`s Creation), রূপটান সামগ্রীর ব্যবসা রচনা কেয়ার (Rachna Care)। রাজনীতিটাই বা বাকি থাকে কেন? আসন্ন নির্বাচনে তৃণমূলের ভোটের চমক হতে চলেছেন রচনা।

RACHANA AND MAMATA BANERJEE

যতদূর জানা যাচ্ছে শুভেন্দু অধিকারীর গড়েই দাঁড় করানো হতে পারে তাকে। পূর্ব মেদিনীপুরের কাঁথি বা তমলুক থেকে প্রার্থী করা হতে পারে রচনা ব্যানার্জীকে। ২০১৯ এর নির্বাচনে তৃণমূলের ভোটের চমক ছিলেন মিমি চক্রবর্তী, নুসরাত জাহানরা। আর এবারের চমক খোদ রচনা ব্যানার্জী‌।

প্রথমে রচনাকে তমলুক কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে দাঁড় করানোর সিদ্ধান্ত হয়েছিল। পরে জানা যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির টিকিটে তমলুক কেন্দ্র থেকে ভোটে দাঁড়াতে পারেন। তাই তড়িঘড়ি সিদ্ধান্ত বদলানো হয়েছে। বর্তমান আপডেট অনুসারে শিশির অধিকারীর আসন কাঁথি থেকে প্রার্থী করা হবে রচনাকে। এই দফায় এই কেন্দ্র থেকে ভোটে দাঁড়াচ্ছেন বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী।

Didi Number One Season 9

আরও পড়ুন : দিদি নাম্বার ওয়ানে কোমড় দুলিয়ে নাচলেন মমতা ব্যানার্জি, সম্প্রচারের আগেই ভাইরাল ভিডিও

এর আগে যতবারই রচনার রাজনীতিতে পদার্পণ নিয়ে প্রশ্ন উঠেছে ততবারই বুদ্ধি করে উত্তর এড়িয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগেই নবান্নে হাজির হয়েছিলেন রচনা। তখন রাজনীতিতে আসার প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন এখনও কিছু ফাইনাল হয়নি। যদি এমন কিছু ঘটে তাহলে সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাবেন। তিনি শুধু এসেছিলেন মুখ্যমন্ত্রীকে দিদি নাম্বার ওয়ানে আসার জন্য আমন্ত্রণ জানাতে।

MAMATA BANERJEE IN DIDI NUMBER ONE

আরও পড়ুন : বেআইনি কাজ করে ফেঁসে গেলেন রচনা ব্যানার্জী! বাংলার ‘Didi No 1’ -এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

গত রবিবারই দিদি নাম্বার ওয়ানে সানডে স্পেশাল এপিসোডে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ অতিথি হিসেবে দেখা গেল। কাজেই দুয়ে দুয়ে চার করে নিচ্ছেন দর্শকরা। রচনা যে মমতার বিশেষ স্নেহধন্যা এবং রচনাও যে মমতার প্রতি কতটা শ্রদ্ধাশীল তা ওই এপিসোডেই স্পষ্ট হয়ে গিয়েছে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পতাকা হাতে তুলে নেওয়ার।