২৪ শে জুলাই ছিল উত্তম কুমারের প্রয়াণ দিবস। এদিন কলকাতার ধনধান্য স্টেডিয়ামে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। আর সেখানে মহানায়ক সম্মান পেলেন বাংলার কিছু শিল্পী। সেই সঙ্গে ঘোষণা হল কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিশেষ আপডেট। কারা পেলেন মহানায়ক সম্মান? কবে অনুষ্ঠিত হবে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল?
প্রত্যেক বছরের মত এই বছরেও পালন হবে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভেল। তার জন্য প্রস্তুতি এখন থেকেই তুঙ্গে। ৩০ তম এই কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভেলের চেয়ারপার্সনের দায়িত্ব ছেড়ে দিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তীর। সেই নিয়ে চর্চা ছিল তুঙ্গে। এবার আসন্ন চলচ্চিত্র উৎসবের আরো বেশ কিছু আপডেট পাওয়া গেল।
রাজ চক্রবর্তী কিছুদিন আগেই কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের চেয়ারপার্সনের দায়িত্ব ছাড়ার কথা নিজের মুখেই ঘোষণা করেছেন। নতুন দায়িত্ব পেয়েছেন পরিচালক গৌতম ঘোষ। সহ চেয়ারপার্সনের দায়িত্বে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নিঃসন্দেহে প্রসেনজিতের কেরিয়ারের অন্যতম বড় অভিজ্ঞতা হতে চলেছে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠান মঞ্চে বেছে নেওয়া হবে বাংলার নতুন মহানায়কদের।
এই বছরের ৪ থেকে ১১ই ডিসেম্বর কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল পালন করা হবে। সম্প্রতি ধনধান্য স্টেডিয়ামে উত্তম কুমারের প্রয়াণ দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছেন। তিনিই রাজ চক্রবর্তীর বদলে নতুন চেয়ারপার্সনের নাম ঘোষণা করেছেন। একই সঙ্গে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রসেনজিতের অবদানের কথাও তুলে ধরেছেন।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে চার দশকে বাংলা চলচ্চিত্রের বিশেষ অবদানের জন্য সম্মানিত করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বিশেষ চলচ্চিত্র সম্মান উঠেছে অম্বরিশ ভট্টাচার্য, শুভাশিস মুখোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্রের হাতে। আর মহানায়কের সম্মান পেয়েছেন সাংসদ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এবং গায়ক নচিকেতা চক্রবর্তী।
আরও পড়ুন : ‘দিদি নাম্বার ওয়ান’ এর বিরুদ্ধে বড় অভিযোগ! মাথায় হাত রচনা ব্যানার্জীর
আরও পড়ুন : ভাগ্য বদলাতে কোন আঙুলে কী আংটি পরেন রচনা? কোনটার কাজ কী?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “প্রতিবার এই দিনটি আমি উৎসর্গ করি উত্তম কুমারের জন্য। ওঁকে চোখে দেখতে পারিনি। আমি তখন ক্লাস ৩-৪-এ পড়তাম। তখন মায়ের সঙ্গে যেতাম। উত্তম কুমারের সঙ্গে বাংলার আইডেন্টিটির সম্পর্ক। কখনও আইডেন্টিটি নষ্ট করতে নেই।”