বন্ধ হল শুটিং, রাতারাতি দিদি নাম্বার ওয়ান থেকে সরে গেলেন রচনা ব্যানার্জী

আচমকাই ‘দিদি নাম্বার ওয়ান’ থেকে সরে গেলেন রচনা ব্যানার্জী, বদলে আসছেন এই নতুন নায়িকা

বর্তমানে জনপ্রিয় রিয়েলিটি শো গুলির বিচারে সবার আগে এগিয়ে থাকবে জি বাংলা (Zee Bangla) এর দিদি নাম্বার ওয়ান (Didi Number One)। আর দর্শকদের কাছে দিদি নাম্বার ওয়ান মানেই হল রচনা ব্যানার্জী (Rachana Banerjee)। ১০ বছর ধরে তিনি এই শোয়ের সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন। মাঝে অবশ্য কয়েকবার কিছুদিনের জন্য ব্রেক নিতে হয়েছিল তাকে।

রচনা ব্যানার্জীকে ছাড়া কার্যত দিদি নাম্বার ওয়ান দেখতে মোটেই পছন্দ করেন না দর্শকরা। এর আগে বেশ কয়েকজন নামকরা অভিনেত্রী রচনা ব্যানার্জীর জায়গায় সঞ্চালনার দায়িত্ব সামলাতে এসেছিলেন। কিন্তু তারা প্রত্যেকেই ব্যর্থ হয়েছেন দর্শকদের মনে জায়গা করে নিতে।

RACHANA BANERJEE

বাংলার দর্শকদের ড্রয়িং রুমে বলতে গেলে রচনাকে ছাড়া যেন মানায় না আর কাউকেই। এর আগে রচনা ব্যানার্জীর জায়গাতে দেবশ্রী রায় থেকে শুরু করে সুদীপা চ্যাটার্জীরা এসেছিলেন কিন্তু তারা সকলেই ব্যর্থ হন। রচনা ব্যানার্জী যদি কোনদিনও দিদি নাম্বার ওয়ান ছেড়ে দেন তাহলে দর্শকরা এই শো দেখাই বন্ধ করে দেবেন।

দর্শকদের জন্য রয়েছে একটি দুসংবাদ। সম্প্রতি দিদি নাম্বার ওয়ান শো ছেড়েছেন রচনা। সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে তিনি জানিয়েছেন এই দুঃসংবাদ। রচনা জানিয়েছেন তিনি শো থেকে ব্রেক নিয়েছেন। আপাতত তিনি তার ছেলে প্রণীলকে নিয়ে বিদেশ ভ্রমণে গিয়েছেন। ছেলের সঙ্গে সময় কাটাতে কাজ থেকে বিরতি নিয়েছেন তিনি।

রচনা ব্যানার্জীর ভক্তরা এই খবরে বেশ মন খারাপ করেছেন। তবে তাদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। কারণ রচনা চিরদিনের জন্য যে শো ছেড়ে দিচ্ছেন এরকমটা নয়। আপাতত তিনি সাময়িক বিরতি নিচ্ছেন। দিদি নাম্বার ওয়ানের সম্প্রচার কিন্তু এতে বন্ধ হবে না। দর্শকরা যেমন প্রতিদিন টিভিতে দিদি নাম্বার ওয়ানে রচনাকে দেখেন তেমনি দেখবেন।

আরও পড়ুন : ‘চিরযৌবনা’ রচনার সৌন্দর্য্যের রহস্য কী? Didi No 1 সেটে হাটে হাঁড়ি ভাঙলো অভিনেত্রীর

আসলে গরমের ছুটি কাটাতে বিদেশ ভ্রমণে গেলেন রচনা ব্যানার্জী। তার এই সফরের সঙ্গী হয়েছে ছেলে প্রণীল। সেই সঙ্গে তার বন্ধু-বান্ধবরাও গিয়েছেন। সকলে মিলে ভাল সময় কাটাতে ইউরোপে পাড়ি দিয়েছেন রচনারা। আপাতত দুই সপ্তাহের জন্য বিদেশেই সময় কাটাবেন বাংলার দিদি নাম্বার ওয়ান।

আরও পড়ুন : কত দূর পড়াশোনা করেছেন রচনা ব্যানার্জী? তার বিদ্যের দৌড় জানলে চোখ কপালে উঠবে