যে কোনো বড় তারকাই নিজেদের বিপদ থেকে রক্ষা করার জন্য বডিগার্ড রাখেন, যে বডিগার্ড তাকে প্রাণ দিয়ে রক্ষা করে। কিন্তু বছরের পর বছর কাজ করার সুবাদে কখন যে এই বডিগার্ডরা তারকাদের একেবারে কাছের মানুষ হয়ে ওঠেন তা তারা নিজেরাই বুঝতে পারেন না। আজ আপনাদের আমরা জানাবো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বডিগার্ড রাম সিং সম্পর্কে কিছু অজানা কথা।
নিঃসন্দেহে বুম্বাদা টলিউডের এমন একটি স্তম্ভ যাকে ছাড়া টলিউডের উন্নতি কখনোই সম্ভব ছিল না। বিগত বেশ কয়েক দশক ধরেই চলচ্চিত্র জগতের অন্যতম তারকা প্রসেনজিৎ একাধারে সবরকম চরিত্রে অভিনয় করে গেছেন। জেনারেশন পাল্টে যাওয়ার সাথে সাথে তিনি নিজেকেও পাল্টেছেন সময়ের সঙ্গে তাল মিলিয়ে। বড় পর্দা থেকে ওয়েব সিরিজ সর্বত্র আজ তিনি সমানভাবে বিচরণ করেন। আজ আমরা জানবো প্রসেনজিৎ সম্পর্কে নয়, বরং তার ছায়া সঙ্গী সম্পর্কে বিস্তারিত।
প্রসেনজিতের ছায়া সঙ্গী রাম সিং বিগত ১৫ বছর ধরে কাজ করছেন বুম্বাদার সঙ্গে। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতা এবং ১১৫ কেজির রাম সিং-কে দেখে এমনিতেই শত্রুরা দূরে থাকেন। শুরুর দিকে দুই বছর দেবের সঙ্গে কাজ করলেও দীর্ঘ ১৫ বছর ধরে তিনি রয়েছেন বুম্বাদার সঙ্গে। আজ বুম্বাদার সঙ্গে তার সম্পর্ক একেবারে পরিবারের মতো। কিন্তু কিভাবে এই প্রফেশনে এলেন তিনি?
১২ বছর বয়সে কলকাতায় বাবার হাত ধরে আসেন অযোধ্যার বাসিন্দা রাম সিং। পড়াশোনা করতে করতেই তিনি বাউন্সারের কাজ করতে শুরু করে দেন। স্বাস্থ্য ভালো থাকার কারণে খুব সহজেই পেয়ে যেতেন কাজ। একদিন শাহরুখ খানের একটি ইভেন্টে গিয়েছিলেন রাম সিং কিন্তু সেখানে শাহরুখ খানের সঙ্গে দেখা হয়নি, ১৫০ টাকা পারিশ্রমিক নিয়ে তিনি বাড়ি চলে আসেন। জীবনের প্রথম থেকে ১০০ টাকা তিনি তুলে দিয়েছিলেন মায়ের হাতে। এরপর টলিউডে বিভিন্ন ইভেন্টে কাজ করার সুবাদে তার সঙ্গে পরিচয় হয় দেবের। ২ বছর দেবের সাথে থাকার পর প্রসেনজিতের সঙ্গে কাজ করতে শুরু করেন রাম সিং।
আজ অনেক বছর কেটে গেছে প্রসেনজিতের সঙ্গে। প্রসেনজিৎকে তিনি স্যারজি বলে ডাকেন। যেহেতু প্রসেনজিৎ ভীষণ ব্যস্ত তাই স্বাভাবিকভাবেই বাড়ি ফেরার সময়টুকুও পান না রাম সিং। টলিউড অভিনেতাদের কাছে রাম সিং পরিচিত রাম নামে। স্বাভাবিকভাবেই একটি পরিবারের মতো সম্পর্ক তৈরি হয়ে গেছে রাম সিং-এর সঙ্গে প্রসেনজিতের। কিছুদিন আগেই পুরীর জগন্নাথ মন্দিরেও প্রসেনজিতের সঙ্গে উপস্থিত ছিলেন রাম সিং। ব্যক্তিগত জীবনে বিবাহিত রামের এক পুত্র সন্তান রয়েছেন কিন্তু তেমনভাবে পরিবারকে সময় দিতে বাটানগর যেতে পারেন না রাম।
আরও পড়ুন : মাইনে নেতা-মন্ত্রীদের থেকেও বেশি, ক্যাটরিনা কাইফের বডিগার্ডের বেতন শুনলে আঁতকে উঠবেন
আরও পড়ুন : বিরাট কোহলির বডিগার্ডের বেতন লজ্জায় লজ্জায় ফেলে দেবে ভারতের প্রধানমন্ত্রীর বেতনকেও
প্রসঙ্গত, কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘জ্যেষ্ঠ পুত্র’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে প্রসেনজিতের এই বডিগার্ডকে। অভিনয় জীবন নিয়ে কোন চিন্তাভাবনা না করলেও ভবিষ্যতে যদি এমন অফার তিনি পান আবার তিনি অভিনয় করতে চান এমনটাই জানিয়েছিলেন বুম্বাদার রাম। এই সিনেমায় একজন দেহরক্ষীর ভূমিকায় অভিনয় করেছিলেন রাম সিং, যে চরিত্রের নাম ছিল রাজু।
আরও পড়ুন : সরকারি চাকরি ছেড়ে অভিনয়! তাড়িয়ে দেয় পরিবার, কীভাবে ঘুরে দাঁড়ালেন খরাজ মুখার্জী
যেহেতু রাম নিজেই একজন বডিগার্ড তাই খুব একটা সমস্যা হয়নি তার ক্যামেরার সামনে দাঁড়াতে। সিনেমাটি মুক্তি পাওয়ার পর রামের অভিনয় দেখে বেশ প্রশংসা করেছিলেন টলিউডের একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। জি নিউজ থেকে পাওয়া খবর অনুসারে প্রসেনজিতের বডিগার্ড হিসেবে রাম প্রতিবছর ৮০ লক্ষ টাকা পারিশ্রমিক পান। অর্থাৎ মাসে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা হল তার বেতন।
আরও পড়ুন : ঠকিয়েছে আপনজনেরা, সব সম্পত্তি হারিয়ে আজ নিঃস্ব! কোথায় হারিয়ে গেলেন লোকেশ ঘোষ?