ঠকিয়েছে আপনজনেরা, সব সম্পত্তি হারিয়ে আজ নিঃস্ব! কোথায় হারিয়ে গেলেন লোকেশ ঘোষ?

ঠকিয়েছে আপনজনেরা, সঙ্গে নেই মেয়ে-বউ, কোথায় হারিয়ে গেলেন লোকেশ ঘোষ?

Lokesh Ghosh Unknown Facts : ৯০ দশকের প্রায় পুরোটাই টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রি ছিল প্রসেনজিৎ এবং রঞ্জিত মল্লিকের অধীনে, তবে ৯০ দশকের শেষ দিকে যখন এই অভিনেতাদের অভিনয় দেখে মানুষ অভ্যস্ত হয়ে পড়েছিলেন, ঠিক তখনই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন বিখ্যাত পরিচালক দেবেশ ঘোষ পুত্র লোকেশ ঘোষ (Lokesh Ghosh)। হঠাৎ করেই এত সুন্দর একজন অভিনেতাকে দেখে সকলেই অভিভূত হয়ে যান, এক কথায় মুহূর্তে লোকেশকে আপন করে নেন সকলে।

Lokesh Ghosh Life Story

১৯৯৭ সালের ‘নাচ নাগিনী নাচ রে’, সিনেমার হাত ধরে তিনি ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেন। এরপর তাকে আর ফিরে দেখাতে হয়নি। একটা লম্বা সময় ধরে প্রসেনজিৎ কড়া টক্কর দিয়েছিলেন লোকেশ। বাবার পরিচয়ে নয়, বরং নিজের প্রতিভার জুড়ে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা। লোকেশের এই উত্থানের পেছনে অনেকটা হাত ছিল পরিচালক অঞ্জন চৌধুরীর। লোকেশকে ভীষণ ভালোবাসতেন অঞ্জন বাবু, তাই শেষমেষ তাঁকে নিজের বড় মেয়ে চুমকির স্বামী হিসেবে বেছে নেন অঞ্জন বাবু।

Lokesh Ghosh

কিন্তু এত বড় অভিনেতা, যার মাথায় ছিল এত বড় পরিচালকের হাত তিনি কেন হঠাৎ করে অভিনয় জগত থেকে সরে গেলেন? কেন হঠাৎ করে হারিয়ে গেলেন অভিনয় থেকে? এই প্রশ্নের উত্তরে অভিনেতা নিজের ভাগ্যকেই দায়ী করেন। অভিনেতা বলেন, “পুরোটাই আমার খামখেয়ালিপনার জন্য হয়েছে। আমি যদি দু’বছর বলিউডে না পড়ে থাকতাম বা যখন আমার কাছে একটি ভোজপুরি সিনেমার অফার আসে তখন আমি আমার নিজের কাজ ছেড়ে যদি না চলে যেতাম তাহলে হয়তো এত বছর আমার নষ্ট হয়ে যেত না।”

অভিনেতা বলেন,” আমি ভীষণ খামখিয়ালি একজন মানুষ। একটা সময় হঠাৎ করে ইন্ডাস্ট্রি ছেড়ে আমি দার্জিলিঙে ব্যবসা করতে চলে যাই। দার্জিলিঙ আমার প্রিয় শহর হলেও সেই ব্যবসা আমি দাঁড় করাতে পারিনি, আমাকে ফিরে আসতে হয়েছে কলকাতায়। আমার এই খামখেয়ালিপনার সুযোগ নিয়ে পরিচালক থেকে সহ অভিনেতা সকলেই আমায় ঠকিয়েছেন। তবে আমি আবার ইন্ডাস্ট্রিতে ফিরতে চাই তাই আগামী ২ বছরের জন্য এমন কিছু পরিকল্পনা করে রেখেছি, সেটা যদি সফল হয় তাহলে ইন্ডাস্ট্রিকে আমাকে নিয়ে আবার ভাবতে হবে।”

Lokesh Ghosh

ব্যক্তিগত জীবনেও একেবারেই সুখ পাননি অভিনেতা। ২০০৪ সালে বাবার মৃত্যুর পর দিদি কোটি টাকার পৈত্রিক সম্পত্তি হাতিয়ে নিয়ে ভাইকে পথের ভিখিরি করে দেন। দাম্পত্য জীবনও একেবারেই সুখকর হয়নি। অভিনেতার অতিরিক্ত মদ্যপানের অভ্যাসের কারণে চুমকি ছেড়ে যান অভিনেতাকে। যদিও পরবর্তীকালে নিজের ভুল বুঝতে পারেন লোকেশ, কিন্তু আর কিছু করার থাকে না। স্ত্রী এবং একমাত্র কন্যার সঙ্গে এখন আর কোন যোগাযোগ নেই অভিনেতার।

আরও পড়ুন : শুধু বাবার ছবিরই হিরোইন হয়ে রইলেন, কেন অভিনয় ছেড়ে দিলেন চুমকি চৌধুরী?

Lokesh Ghosh

আরও পড়ুন : আজীবন হাসিয়েছেন সকলকে, শুভাশিস মুখার্জীর যন্ত্রণাময় জীবন জানলে চোখে আসবে জল

প্রসঙ্গত, ২০১৯ সালে জুলাই মাসে এক মহিলাকে ফ্ল্যাটে ডেকে এনে মারধর করার অভিযোগ উঠেছিল অভিনেতার বিরুদ্ধে। কসবার একটি ফ্লাটে মহিলাকে ডেকে এনে মদ্যপ অবস্থায় তার ওপর চড়া হন অভিনেতা। পেশায় গায়িকা ঐ মহিলা লোকেশের সঙ্গে বিশেষ একটি সম্পর্কে জড়িয়ে পড়েন। পি মজুমদার রোডের বাড়িতে ওই মহিলাকে ডেকে এনে নাকি ঝগড়ায় জড়িয়ে পড়েন লোকেশ। মারামারি পৌঁছে যায় হাতাহাতিতে। সেই রাতেই নাকি রাত এগারোটা নাগাদ কসবা থানায় ঐ গায়িকা লোকেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনাটি কিছুটা হলেও অভিনেতার অভিনয় ক্যারিয়ারের ওপর প্রভাব ফেলে।

আরও পড়ুন : খলনায়ক হয়ে অবিরাম কুড়িয়েছেন দর্শকদের অভিশাপ, ৪০ পেরোতেই মর্মান্তিক পরিণতি হয় সৌমিত্র ব্যানার্জীর