Nita Mukesh Ambani Cultural Centre Diamond Studded Ceiling NMACC Cost : মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবং নীতা আম্বানি (Nita Ambani) -কে আজ কে না চেনে? ভারত তথা এশিয়ার সবথেকে সেরা এবং ধনী শিল্পপতি তিনি। এছাড়া বাইরের দুনিয়াতেও মুকেশ আম্বানির যথেষ্ট প্রতিপত্তি রয়েছে। দিনে দিনে বাড়ছে তার রিলায়েন্স (Reliance) -র ব্যবসা। মুকেশ আম্বানির পাশাপাশি তার স্ত্রী নীতা আম্বানির সম্পত্তির পরিমাণও প্রচুর।
স্ত্রী এবং সন্তানদের নিয়ে এই মুহূর্তে এশিয়ার সবথেকে দামি বাড়ি এন্টিলিয়াতে থাকেন মুকেশ আম্বানি। এই বাড়ির বর্তমান বাজার মূল্য ১৫ হাজার কোটি টাকা। তবে আন্টিলিয়া ছাড়াও আম্বানি পরিবারের কাছে রয়েছে অনেক দামি সম্পত্তি। যেমন তাদের কাছে রয়েছে এমন একটি সম্পত্তি যার ছাদে বসানো রয়েছে হাজার হাজার হীরে।
মুকেশ এবং নীতা আম্বানি সম্প্রতি নীতা-মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্র (Nita Mukesh Ambani Cultural Centre) নামের একটি প্রকল্পের উদ্বোধন করেছেন। ২০২৩ সালের ৩১ শে মার্চ বলিউড সহ দেশের নামিদামি ব্যক্তিত্বদের উপস্থিতিতে এই সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন হয়। সংস্কৃতি এবং শিল্পের কেন্দ্রস্থল (NMACC) গড়তে চেয়েছিলেন নীতা ও মুকেশ। এর অন্দরমহল দেখলে ঝলসে যাবে চোখ।
মুম্বাইতে অবস্থিত এই সাংস্কৃতিক কেন্দ্রটি বর্তমানে আম্বানিদের মালিকানাধীন সবথেকে বিলাসবহুল সম্পত্তিগুলোর মধ্যে একটি বলে ধরা হয়। এই সংস্কৃতি কেন্দ্রের মধ্যে রয়েছে একটি হল ঘর যার সিলিংয়ে নানা ধরনের হীরে বসানো রয়েছে। এই হল ঘরের ছাদে ৮৫০০টিরও বেশি হীরে রয়েছে বলে জানা যায়।
হল ঘরের ছাদে ৮৫০০ টি স্বরোভাস্কি হীরা বসানো হয়েছে অন্দরসজ্জায় ইথারিয়াল লুক দেওয়ার জন্য। এছাড়া এর মধ্যে রয়েছে একটি ব্যয়বহুল ডিসপ্লে। এছাড়া সেখানে রাখা হয়েছে নীতা-মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানীর বিয়ের লেহেঙ্গা, যার দাম ছিল ৯০ কোটি টাকা। এই সাংস্কৃতিক কেন্দ্র ডিজাইন করেছেন রিচার্ড গ্ল্যুকম্যান।
আরও পড়ুন : ভারতের সেরা ৫ ধনী মন্দির, যাদের ধন সম্পদের পরিমাণ শুনলে চমকে উঠবেন আপনি
আরও পড়ুন : একই মেয়ের প্রেমে পড়েছেন ভারতীয় দলের এই ৭ ক্রিকেটার, এখন মুখ দেখাদেখি বন্ধ
এই সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে রয়েছে ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম, একটা টেলিস্কোপিং সিটিং সিস্টেম রয়েছে, রয়েছে একটি ইন হাউস আর্ট গ্যালারি। সম্পূর্ণ গ্যালারিটি তৈরি করতে খরচ হয়েছে ১২১ কোটি টাকা। এছাড়া মুকেশ আম্বানি সম্প্রতি যুক্তরাজ্যে স্টোক পার্ক ম্যানার নামে ৫২৯ কোটি টাকার একটি হোটেল কিনেছেন।